রাজধানীর কামরাঙ্গীরচর থানার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলী হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নুরবাগ পুরাতন ফাঁড়িগলি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সাকিব জানান, আমার বাবা পেশায় একজন নির্মাণ শ্রমিক। দুপুরের দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ পুরাতন ফাঁড়ি গলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই