
রাজধানীর মুগদার মদিনা বাগে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ ( ৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মুগদা মদিনাবাগ মিয়াজি গলিতে এ ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, মাকসুদ মদিনাবাগ মিয়াজী গলির নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। ভূমিকম্পের সময় ভবন থেকে বাইরে যাচ্ছিলেন তিনি। এসময় ভবনের উপর থেকে রেলিং ভেঙে তার মাথার উপর পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, খবর পেয়ে দুপুরে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি এবং সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত মাকসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চড়সীতা গ্রামে।
উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
আমার বার্তা/এল/এমই

