চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ১ নং ওয়ার্ড হোছন নগরের পশ্চিমে পাহাড় কেটে মাটি বিক্রির খবরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
২৮ অক্টোবর সোমবার লোহাগাড়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক দেলোয়ার হোসেন, পুলিশ, আনসার, বন বিভাগের কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈন উদ্দিন ফয়সাল বলেন, পাহাড় কেটে পরিবেশ যারা নষ্ট করবে তাদের কোন ছাড় নেই, পরিবেশের ভারসাম্য নষ্টকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় টিলা কাটার অপরাধে অভিযুক্ত আব্দুল হান্নান ও মোস্তাক আহমদ কোম্পানির বিরুদ্ধে ভূমি অফিস, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর থেকে পৃথক মামলা দায়ের করা হবে।