কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে মাদক ব্যবসায়ী হামলায় স্বপন আহমেদ (৪০) কে মাদক কাররবারিরা কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ভাল্লক গ্রামে। নিহতের ভাই আক্তার হোসেন বলেন,গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আমার চাচাতো ভাই মফজ্জল হোসেন সোহেল এর সাথে গঙ্গানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন (৫০)এর সাথে কথা কাটাকাটি হয়।
এ সময় আমার ছোট ভাই গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ বিষয়টি জানতে চাইলে আবুল হোসেন এর ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়াসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দাড়ালো অস্ত্র নিয়ে কুপিয়ে ২ জনকেই গুরুতর আহত করে।
স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা নেওয়ার পথে রামচন্দ্রপুর ভাল্লক গ্রামের সুলতান আহমেদের ছেলে স্বপন আহমেদ মারা যায়।
অপরদিকে গুরুতর অবস্থায় মফজ্জল হোসেন সোহেলকে ঢাকায় নিয়ে গেছে তার অবস্থাও আশঙ্কা জনক বলে জানায় স্বজনরা।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ঘটনার স্থলে আছি। তবে স্বপন আহমেদ নিহত হয়েছে। অপর দিকে মফজ্জল হোসেন সোহেল আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন।