কুলাউড়ার আশ্রয়গ্রাম মৌজার মনু নদীর তীরে চলমান অবৈধ মাটি কাটা বন্ধে আজ সফল অভিযান চালিয়েছে প্রশাসন। এ অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে ১৩ টি ট্রাক্টর ও একটি এক্সকেবেটর জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে প্রশাসনিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন অবৈধ মাটি কাটার অপরাধে জড়িত ব্যক্তিকে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" এর বিধান অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করেন। পাশাপাশি, মাটি কাটার কাজে ব্যবহৃত ১৩ টি ট্রাক্টর ও একটি এক্সকেবেটরো জব্দ করা হয় এ সময়।
অভিজানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), শাহ জহুরুল হোসেন জাতীয় পত্রিকা দৈনিক আমার বার্তাকে জানান, “আমরা অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এই ধরনের অবৈধ কার্যকলাপ পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি বন্ধ করতে হবে।” তিনি আরো বলেন, “আমরা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব এবং অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অবৈধ মাটি কাটার কারণে নদীর তীরের ভূমি ক্ষয় হচ্ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল।