মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ট্যাংগারচার ইউনিয়নে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য আলাউদ্দিনের উপর অতর্কিত হামলার অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে। হামলায় আহত আলাউদ্দিন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
শুক্রবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫ ঘটিকার সময় উত্তর শাহাপুর গ্রামের প্রতিপক্ষ ইউপি সদস্য মুসার বাড়ির সংলগ্ন প্রবাসী মুজিবুর রহমানের বাড়ির আঙ্গিনায় এই ঘটনা ঘটেছে। আহত আলাউদ্দিন জানান আমার জমিতে লাগানোগাছ উঠিয়ে ফেলেছে ইউপির সদস্য মুসা। অভিযুক্ত মুসা ট্যাঙ্গারচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার । প্রতিবাদ করায় শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় একটি অনুষ্ঠানে যাত্রা করেছি। যাত্রা করে প্রতিপক্ষ মুসার বাড়ি সংলগ্ন এলেই মুসা তার ভাই মোস্তফা সহ ৫ থেকে ৬ জন অতর্কিতভাবে আমার ওপর হামলা করে। দেশীয় অস্ত্র লাঠিসোটা দিয়ে আমাকে পিটিয়েছে। প্রতিবেশী মুজিবুর রহমান আমাকে আহত অবস্থায় উদ্ধার করে। মাথায় আগাত সহ শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা রয়েছে আহত আলাউদ্দিনের শরীরের। ঘটনাটি গজারিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রবাসী মুজিবুর রহমান জানান আমার বাড়ির আঙ্গিনায় ঘটনাটি ঘটে। কিলঘুষার মধ্যে আহত আলাউদ্দিনকে এক পর্যায়ে আমি রক্ষা করতে চেষ্টা করি। ওই সময় প্রতিপক্ষ মুসা বাঁশ দিয়ে আলাউদ্দির মাথায় আঘাত করে।
অভিযুক্ত ইউপি সদস্য মুসা জানান আমাদের পৈতৃক সম্পত্তি আহত আলাউদ্দিন এর চাচাতো ভাই চাষাবাদ করতো। বিনা পরামর্শে জমির আইল ভেঙ্গে আলাউদ্দিন ৩ থেকে ৪ হাত ভিতরে গাছ লাগিয়েছে। গাছ উঠানো কে কেন্দ্র করে ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান মৌখিকভাবে অবগত আছি। লিখিত অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই