মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি,কেইক কাটা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১ জানিুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা ছাত্রদল উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিয়ামি ক্যাফ রেস্টুরেন্ট সম্মুখে কেক কাটা কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে মহাসড়কে র্যালি, ও ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি নেতাকর্মীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পালিত হয়।
গজারিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব নাদিম মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মুন্সিগঞ্জ জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি, আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা বিএনপি আহবায়ক, সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাস্টার, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও যুবদল যুগ্ন আহবায়ক, মাহাদী ইসলাম বাবুসহ শত শত নেতাকর্মী।
র্যালি কর্মসূচির শেষে আলহাজ্ব মুজিবুর রহমানের অর্থায়নে অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড এলাকায় প্রায় ১৫০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আমার বার্তা/এমই