নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান,উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা.শ্যামল কুমার চৌধুরী,উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রূপক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর মো. জসিম উদ্দিন সহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরাইল সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী দ্বারা নিগৃহীত মহিলাদের ভাতা, হিজড়াসহ অন্যান্য বিপদাপন্ন জনগোষ্ঠীর ভাতা, ক্যান্সারসহ জটিল রোগীরদের চিকিৎসা সহায়তা, নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদান, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৭০ জন ঋণ গ্রহিতাদের মাঝে ৩৫ লক্ষ ৯২ হাজার টাকা পুন:বিনিয়োগ বিতরণ করা হয়েছে।