মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন মিয়ামি রেস্টুরেন্ট ইফতার ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গজারিয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি জাকারিয়া ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি মো. জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আ ক ম মোজাম্মেল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটি যুবদল ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি বিএনপি, আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আহসান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা আবু সাঈদ সহ গজারিয়া উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
আমার বার্তা/জেএইচ