খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম মোল্লা (৬৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাতে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা ফারুক জেলে খেটেছেন। জামিনে বের হয়েই হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছেন।
মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. আবরার মাহমুদ ও ডা. মহি উদ্দিন জানান, মানিকছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, একই এলাকায় বাসিন্দা দুই ভাই মো. কামরুল ও ফারুকের সঙ্গে শাহ আলমের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের মামলায় ফারুক দীর্ঘদিন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ফারুক জামিনে জেল থেকে বের হয়ে দুই ভাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতের স্বজন ও বিএনপিকর্মীরা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আমার বার্তা/এমই