মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগে চালিত দু’টি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানার স্থাপনা গুড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি এলাকায় এবং দুপরে টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের খবর পেয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। অভিযান চলাকালীন অবৈধ কারখানায় কোন মালিক বা শ্রমিককে পাওয়া যায়নি। অবৈধ গ্যাস সংযোগ চালিত অবৈধ দুটি চুনা কারখানায় অভিযান চালিয়ে প্রথমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি এবং পরে কারখানাটি গুড়িয়ে দেই।’
তিতাস গ্যাস মেঘনা অঞ্চলের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার শাহ বলেন, গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের কারণে চুনা ও ঢালাই কারখানা অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ ও চুনা ও ঢালাই কারখানা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই