নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাগবিতণ্ডার জের ধরে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন সিদ্ধিরগঞ্জের লাকিবাজার এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দুরুয়া গ্রামে। সে পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে লাকিবাজার এলাকার একটি দোকানে বসে ছিল ইয়াসিন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্য ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করে। এতে সে চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ পাঠান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সিনিয়র-জুনিয়র নিয়ে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে ইয়াসিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে কিশোর গ্যাং সদস্য ওসমানসহ (১৫) তার দলের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ওই এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ইয়াসিনকে ছুরিকাঘাত করা হয়। পরে খানপুর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আমার বার্তা/জেএইচ