মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ। যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বিএনপি আমেরিকা শাখার সভাপতি, পুরান বাউশিয়া গ্রামের কৃতিসন্তান সোহরাব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সূচনা হয় শুক্রবার বিকেল ৫টায়।
উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয় বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে মুখোমুখি হয় পুরান বাউশিয়া এফসি ক্লাব বনাম হামদাদ বিশ্ববিদ্যালয়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হামদাদ বিশ্ববিদ্যালয় একমাত্র গোলটি করে ১-০ গোলে জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি তপন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, বাউশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদ মাস্টার, বিএনপি নেতা মান্নান মিজি, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা পান্নু মিয়া, সমাজসেবক হাফেজ আহমেদ এবং আলমগীর মিয়া। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরান বাউশিয়া যুবসমাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আকর্ষণীয় প্রাইজ মানি ও নানা চমক, যা তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আমার বার্তা/এমই