মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মহেন্দ্র গাড়ির ধাক্কায় সিহাব (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিহাব গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের সৌদি প্রবাসী মো. ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনালী মার্কেট সংলগ্ন আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মহেন্দ্র গাড়ি সিহাবকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ জানান, "আহত অবস্থায় একজন রোগীকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি, তিনি আগেই মারা গেছেন।"
ঘটনার বিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনায় জড়িত মহেন্দ্র গাড়িটি থানার হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
আমার বার্তা/এমই