উখিয়ায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান । অদ্য ০৭ জুলাই (সোমবার) সকাল ১১টার দিকে SOC - Shadow of Change এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) "র" সাথে সৌজন্য মূলক স্মারকলিপি প্রদান ও এক গঠনমূলক আলোচনায় বসে এই ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল গন।
এসময় আমরা ১০ দফা সুপারিশ ও দাবিসহ স্মারকলিপি প্রদান করা হয়। তাঁদের প্রস্তাবিত সুপারিশসমূহ ছিলো: পালংখালী বাজারসংলগ্ন এলাকায় জরুরি ভিত্তিতে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপন।পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইন বোর্ড স্থাপন। স্কুল ও মাদ্রাসার সময়কালীন যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে স্বেচ্ছাসেবক দল বা ট্রাফিক পুলিশ মোতায়েন।বাজারের ব্যস্ত অংশে (বিশেষত বটতলী রোড ও মূল সড়কে) টমটম/সিএনজি পার্কিং নিষিদ্ধ করে নির্ধারিত স্থান নির্ধারণ। হাইওয়ে থেকে টমটম চলাচল নিয়ন্ত্রণ, এবং ১৮ বছরের কম বয়সী ও রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। মূল সড়কে ফুটপাত দখল, অস্থায়ী দোকান ও হকার, বালি ও মালবাহী যানবাহন রেখে রাস্তা বন্ধ করা বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ।সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা: ব্যানার, ফেস্টুন, র্যালি ও লিফলেট বিতরণ। মানববন্ধন ও গণসচেতনতা কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা ও উপস্থিতি। স্থানীয়ভাবে একটি ‘ট্রাফিক মনিটরিং সেল’ গঠন, যা নিয়মিতভাবে যান চলাচল তদারকি করবে। পরিবহন চালকদের জন্য বিশেষ সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা।
সাক্ষাৎকালে UNO বলেন,তাদের সব দাবির প্রতি আন্তরিক একাত্মতা প্রকাশ করেন এবং বিশেষ করে ১, ২, ৩, ৪, ৬ ও ৯ নম্বর সুপারিশসমূহ অতি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
অন্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
এসময় দাবি বাস্তবায়ন কারীরা বলে,আমরা বিশ্বাস করি, আজকের এই উদ্যোগের মাধ্যমে পালংখালী বাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান ঘটবে এবং নতুন করে নিরাপদ সড়কের সম্ভাবনা তৈরি হবে।