যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় আবুল কালাম খান (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর-খুলনা মহাসড়কের আলীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম খান উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার মৃত ইনসার আলী খানের ছেলে।
নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, আবুল কালাম সকালে সবজি ক্ষেত থেকে ২০ কেজি পটল নিয়ে সাইকেলযোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ আহত আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/এল/এমই