
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার সময় রিয়াজুল মোস্তফার আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই যুবক কক্সবাজারের কুতুপালং ৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ইব্রাহিম বলেন, যুবকটি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে আসে এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদ দেখায়। আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি শেষ পর্যন্ত রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। এরপর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ক্যাম্প-৬ এর বাসিন্দা। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই

