
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী লোকাল দিগন্ত বাসটি ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে অন্তত ১২ আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী লোকাল দিগন্ত বাসটি সরাইল কুট্টাপাড়া আসলে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। বাসে থাকা ১০-১২ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য সদর ও সরাইল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

