ই-পেপার বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ব্যাংকের আমানত কমেছে অর্ধেক

অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১১:৩৪

কভিডের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক কর্মকাণ্ড। তার পরও ২০২০ সালজুড়ে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড মাত্রায়। এর প্রভাব পড়েছিল ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায়।

মেয়াদি আমানতের সুদহার নেমে এসেছিল ইতিহাসের সর্বনিম্নে। তবে এক বছরের মধ্যেই পুরোপুরি ঘুরে গিয়েছে পরিস্থিতি। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরলেও থমকে দাঁড়িয়েছে দেশের ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ব্যাংকিং খাতে একদিকে আমানত কমছে, অন্যদিকে ঋণ প্রবাহ বাড়ছে। এতে ব্যাংকগুলোতে নগদ অর্থের প্রবাহ কমে গেছে।

ব্যাংকগুলোতে আমানত কমার জন্য এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেমিট্যান্স প্রবাহ কমা, ঋণ প্রবাহ বৃদ্ধি ও নতুন সঞ্চয় কমে যাওয়ার কারণে ব্যাংকে আমানত কমেছে।

আমানত বাড়াতে ব্যাংকগুলোতে নানা পদক্ষেপ নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি ডিসেম্বর মাস শেষে আমানত প্রবাহ আবার বেড়ে যাবে।

এদিকে ব্যাংকে আমানত কমার জন্য ডলার সংকটও একটি কারণ। এজন্য আমদানি ব্যয় বেড়েছে। পণ্যের দাম বেড়েছে। ফলে ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এদিকে অর্থনৈতিক মন্দায় ভোক্তার আয় বাড়েনি।

বাড়তি দামে পণ্য কেনার কারণে ভোক্তারা আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে পারছে না। ফলে তারা সঞ্চয় করতে পারছে না।

এতে ব্যাংকে নতুন সঞ্চয় কমে গেছে। একই সঙ্গে সংসারের বাড়তি ব্যয় মেটাতে ব্যাংক থেকে আগের সঞ্চয় ভেঙে খরচ করতে হচ্ছে। ফলে ব্যাংকে সঞ্চয় কমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত অর্থবছরের জুলাই-অক্টোবরে ব্যাংকিং খাতে আমানত বেড়েছিল ৩৭ হাজার ১৮৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছে ১৮ হাজার ৯৮২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই-অক্টোবরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমানত ১৮ হাজার ২০৬ কোটি টাকা কম বেড়েছে।

শতকরা হিসাবে বৃদ্ধির হার কমেছে ৪৯ শতাংশ। অর্থাৎ আলোচ্য সময়ে আমানতের প্রবৃদ্ধি প্রায় অর্ধেক কমে গেছে। এর আগের অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছিল। আগে কখনোই এত বেশি হারে আমানত কমেনি।

২০১৯ সালের অক্টোবরে আমানত ছিল ১১ লাখ ৬ হাজার ৯৮৪ কোটি টাকা। ২০২০ সালের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫১ হাজার ৬৭২ কোটি টাকা।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আমানত বেড়েছিল ১ লাখ ৪৪ হাজার ৬৮৮ কোটি টাকা। আমানতের প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ। ২০২১ সালের অক্টোবরে আমানত বেড়ে দাঁড়ায় ১৩ লাখ ৮৮ হাজার ৫৬৫ কোটি টাকা। ওই এক বছরে ব্যাংকে আমানত বেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৯৩ কোটি টাকা।

শতকরা হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আমানতের প্রবৃদ্ধি কমেছে। ২০২২ সালের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৬৫৫ কোটি টাকা।

২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত এই এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ২ হাজার ৯০ কোটি টাকা। শতকরা হিসাবে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৩৫ শতাংশ।

অর্থাৎ গত তিন বছরে আমানতের প্রবৃদ্ধি কমে আসছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ শতাংশ।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে ব্যাংকে আমানত কমলেও বেড়ে যাচ্ছে ঋণের প্রবৃদ্ধি। গত অর্থবছরের জুলাই-অক্টোবরে অভ্যন্তরীণ ঋণ বেড়েছিল ৪২ হাজার ২০৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের একই সময়ে বেড়েছে ৬১ হাজার ৩৩৭ কোটি টাকা। আলোচ্য সময়ে ঋণ বেড়েছে ৪৫ দশমিক ৩৩ শতাংশ।

আমানত ও ঋণে এ রকম ভারসাম্যহীনতার কারণে ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা চলছে। চলতি অর্থবছরের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করলেও ঋণ প্রবাহে লাগাম টানা সম্ভব হচ্ছে না।

এবি/ওজি

বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান: টিপু মুনশি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি

টিসিবি ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন পেল

৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে গ্রামীণফোন ও এটুআই

গ্রাহকদের জন্য কার্যকরী ও স্বাচ্ছন্দ্যদায়ক ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ পেমেন্ট সুবিধা উন্মোচন সহ ‘ডিজিবক্স’ -এর

১ জানুয়ারিতেও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান: টিপু মুনশি

ফোন চুরি ঠেকাতে গুগলে নতুন ফিচার

সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি: প্রধানমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা দলে একমাত্র বাংলাদেশি মিরাজ

বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আওয়ামী লীগের সতর্কতায় বিফল : তথ্যমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানও হতবাক: সালমান এফ রহমান

সবার আগে নিউজিল্যান্ড নতুন বছরকে বরণ করল

মেট্রোস্টেশনের গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ বেলা সাড়ে ১১টায়

৮১ বছরের বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে আজ

মেয়েকে সাথে নিয়ে মায়ের বিষপানে মৃত্যু

জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের চার মামলা

মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

২০২৩ সালকে বরণ করতে প্রস্তুত বিশ্ব

সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব

গুগলের ডুডল চমকে বর্ষ বিদায়

দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে: খাদ্যমন্ত্রী

শিক্ষাই দারিদ্র্য মুক্তির প্রধান হাতিয়ার : প্রধানমন্ত্রী

কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে ছাড় দেব না: ওবায়দুল কাদের

চীনকে করোনার তথ্য প্রকাশ করতে বলেছে ডব্লিউএইচও