ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডেন ডট কম। ২০২২ সালে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করে বর্ষসেরা ওয়ানডে দল গঠন করেছে ইংলিশ গণমাধ্যমটি। একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আছেন দুজন করেন। বাকি দুজন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে এই দলে জায়গা পাননি শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কেউ।
চলতি বছরজুড়ে ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ। ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ। ফলে অলরাউন্ডার হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই স্পিনার।
এই দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। পাকিস্তানের অন্য ক্রিকেটার ৫০৫ রান করা ওপেনার ইমাম উল হক। অপর ওপেনার অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড করেছেন ৫৫০ রান। চার নম্বরে জায়গা পোক্ত করেছেন ৭২৪ রান করা ভারতের শ্রেয়াস আইয়ার। উইকেটকিপার হিসেব আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। সাতে আছেন টাইগার অলরাউন্ডার মিরাজ।
এদিকে পেস আক্রমণে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
উইজডেন বর্ষসেরা ওয়ানডে দল: ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম উল হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটকিপার), র্যাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
দ্বাদশ ব্যক্তি: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
এবি/ জিয়া