রাসেল ডমিঙ্গোর পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে নামছে বিবিসি।
ইংল্যান্ড সিরিজের আগে নতুন কোচ পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
রাসেল ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, তিনি পদত্যাগ করেছেন, এটা ঠিক আছে। তবে পদত্যাগের কোনো কারণ দেখাননি।
তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। এখন চুক্তি অনুযায়ী তার সঙ্গে সব ক্লোজ করা হবে।
তিনি বলেন, আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো ইংল্যান্ড সিরিজের আগে দায়িত্ব নেবে।
এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবে। হয়তো দুজন কোচকে দেখা যাবে।
এবি/ওজি