ই-পেপার শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

মাছ-মাংস থেকে শাক-সবজি— কোনোটিরই দাম নাগালে নেই

আমার বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৪, ১৬:১২
আপডেট  : ১৮ অক্টোবর ২০২৪, ১৬:১৪

মাছ-মাংস থেকে শাক-সবজি— কোনোটিরই দাম নাগালে নেই। নিত্যপণ্যের এই বাড়তি দামের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

নানাভাবে ব্যয় কাটছাঁট করেও সাধারণ মানুষ পেরে উঠছেন না। কারণ, জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেভাবে আয় বাড়েনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও এখনো বাজার অস্থির। যদিও গত দু-তিন দিনের ব্যবধানে ডিমসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে, তবে সার্বিকভাবে এর প্রভাব বাজারে পড়েনি।

বিক্রেতারা জানান, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ এখনো কম। গত কয়েক মাসে দেশে বন্যা-বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে সবজির দাম শিগগিরই কমছে না।

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনো বেশির ভাগ শাক-সবজির দাম চড়া। গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম কেজিতে ২০-৪০ টাকা বেড়ে ১২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়স, পটোল, ধুন্দুল, চিচিঙ্গা ও ঝিঙে ৮০-১০০ টাকায়; কাঁকরোল ১০০-১২০ টাকায়; করলা ও বরবটি ১২০-১৪০ টাকায়; মিষ্টিকুমড়া ও দেশি শসা ৭০-৮০ টাকায় এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারগুলোতে শীতকালীন সবজি শিমের কেজি ৪৮০ টাকা, ফুলকপি প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা, ছোট আকারের বাঁধাকপি ৮০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ২২০ থেকে ২৫০ টাকা, গাজর ১৮০ টাকা ও মুলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি ৩০ থেকে ৬০ টাকা। ধনে পাতার কেজি ৬০০ টাকা, কাঁচা কলার হালি ৮০ টাকা, চালকুমড়া প্রতিটি ৮০ টাকা। বাজারে মিষ্টিকুমড়ার কেজি ৬০ থেকে ৭০ টাকা।

গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। ব্রয়লার মুরগির কেজি ২০০ থেকে ২১০ টাকা। সোনালি মুরগির কেজি ১০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ২৭০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৩০ টাকা ও সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে চাষের শিংয়ের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩২০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫৫০ টাকা, বাতাসি টেংরা এক হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি কই এক হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৮০০ টাকা ও কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

হাত বদলেই চালের দাম বাড়ে ৩০৭ শতাংশ

কৃষকের কাছ থেকে ভোক্তার পাতে ওঠা পর্যন্ত হাত বদলের কারণে শুধু সরু চালের দাম বৃদ্ধি

ডিমের ডজন ১৫০ টাকা, এবার মুরগির বাজারে অস্বস্তি

ডিমের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে সরকার। তার সুফলও দেখা

জাস এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর পথচলা শুরু

জনকল্যাণে সম্পৃক্ত হওয়ার প্রত্যাশা নিয়ে জাস জাস এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর পথচলা শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমলো ৫ শতাংশ

দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সিনওয়ারের মৃত্যুতে ‘প্রতিরোধের চেতনা শক্তিশালী হবে’: ইরান

তসবিহ-পাসপোর্টসহ আরও যা পাওয়া গেছে সিনওয়ারের কাছে

যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর আর্জি, কালই থামাতে চায় যুদ্ধ

মাছ-মাংস থেকে শাক-সবজি— কোনোটিরই দাম নাগালে নেই

অনুমতি থাকলেও হিলি বন্দর দিয়ে ডিম আমদানিতে জটিলতা

এবার সাকিব ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা

সাকিবের বদলি হিসেবে যাকে দলে নিলো বিসিবি

অতি দরিদ্রের সংখ্যা নিয়ে জাতিসংঘ ও বিবিএসের ভিন্ন তথ্য

শিক্ষা কমিশনের দাবি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর

গণমাধ্যম সংস্কারে কমিশন গঠন, যা বললেন মাহমুদুর রহমান

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ভারত বিগ ব্রাদারসুলভ আচরণ করছে: রিজভী

হামাস আর গাজা শাসন করবে না: নেতানিয়াহু

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক

আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

হাত বদলেই চালের দাম বাড়ে ৩০৭ শতাংশ

১১ টেস্ট পর ঘরের মাঠে জয় পেল পাকিস্তান

আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি