এপি হাউজ প্রদত্ত এপি বিজয় অ্যওয়ার্ড ২০২৪ এ ভূষিত হন বিশিষ্ট শিক্ষানুরাগী, নারী উদ্যোক্তা, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পারভিন আক্তার বিনা।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে বিএফডিসির দুই নং ফ্লোরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এপি হাউজের উপদেষ্টা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধ সাদেক সিদ্দিকী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও গুণীজনদেরও এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পারভিন আক্তার বিনার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, নারী জাগরণসহ বিভিন্ন ক্ষেত্রে সফল পদচারণা থাকলেও উদ্যোক্তা হিসেবেই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রূপসার তীর ঘেঁষা খুলনার এ গর্বিত সন্তান দেশের বিভিন্ন জেলায় শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন ও নারী জাগরণে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন।
তিনি রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে নান্দনিক ডিজাইনের পোশাক নিয়ে বিগ স্টার নামে দু'টি শো-রুম প্রতিষ্ঠা করেন। এরমধ্যে একটি পুরুষের পোশাক নিয়ে অন্যটি নারীদের পোশাক নিয়ে।
আমার বার্তা/এমই