শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।
রোববার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। তিনি অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমের স্থলাভিষিক্ত হলেন।
ডিআইএ সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ যাচাইয়ে কাজ করে থাকে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এই দপ্তরের পরিচালকের বদলি ঘিরে তুঘলকি কাণ্ড ঘটেছে। নানা অনিয়মের অভিযোগের কারণে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে ময়য়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়। এরপর পরিচালক পদে টিকে থাকার জন্য তিনি হাইকোর্টে রিট করে তিন মাসের জন্য আদেশ স্থগিত করেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় সেই আদেশে বিরুদ্ধে আপিল করে রায় পায়। শুধু তাই নয়, হাইকোর্টের রিটের আদর্শ পাওয়ার পর তিনি জোর করে অফিস করতে চায়। বাধ্য হয়ে দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গড়ায় মন্ত্রিপরিষদ, মুখ্য সচিবের দপ্তর, দুদক ও একটি রাজনৈতিক দলের শীর্ষ মহল পর্যন্ত। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দপ্তরটিতে। এমন পরিস্থিতির মধ্যে নতুন পরিচালক পদায়ন করলো সরকার।
১৯৮৬ সালে ডিআইএ প্রতিষ্ঠা করা হয় দপ্তরটি। সারা দেশে ৩৬ হাজার ৭০০ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, শিক্ষক-কর্মচারীদের নিয়োগে অনিয়ম এবং জাল সনদ শনাক্ত করার দায়িত্ব পালন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একমাত্র প্রতিষ্ঠানটি। রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুলের আলোচিত দুর্নীতি, মিরপুরের মনিপুর, ভিকারুননিসা, যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের দুর্নীতির আলোচিত তদন্ত করে দপ্তরটি।
আমার বার্তা/এমই