ই-পেপার শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পদ্মা ব্যাংকে আমানত রেখে নিঃস্ব, ফেরতের দাবিতে ফুঁসছেন ভুক্তভোগীরা

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৫, ১৯:১৪
আপডেট  : ১৭ মে ২০২৫, ১৯:১৬

তিল তিল করে জমানো কষ্টের টাকা নিরাপদ মনে করে পদ্মা ব্যাংকে রেখেছিলেন গ্রাহকরা। কিন্তু এখন সেই টাকা ফেরত না পেয়ে দিশেহারা আমানতকারীরা। ব্যাংক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা বলছেন, বিগত সরকারের ছত্রছায়ায় একটি চক্র ব্যাংকটিকে লুটেপুটে খেয়েছে, এখন নিঃস্ব সাধারণ মানুষ।

শনিবার (১৭ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদ্মা ব্যাংকের আমানতকারীরা তাদের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ ফেরতের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাসহ রোডম্যাপ দাবি করেন। সেইসঙ্গে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল ও সম্পদ জব্দের দাবি তোলেন। তারা বলেন, এসব দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

সংবাদ সম্মেলনে মো. ইব্রাহিম বলেন, আমরা শুধু আমাদের দুঃখ প্রকাশ করতে আসিনি, আমরা এসেছি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যাংকিং দুর্নীতির চিত্র জনসমক্ষে তুলে ধরতে। আমাদের হাজার হাজার পরিবার, যাদের সঞ্চয়, পেনশন এবং ব্যবসার টাকা লোপাট করা হয়েছে। প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে মাত্র একটি চক্রের মাধ্যমে। তিনি প্রশ্ন তোলেন—এই অনিয়মের পরও কীভাবে তারেক রিয়াজ খান পদত্যাগের সময় অনাপত্তিপত্র পান? কেন এখনো তিনি ব্যাংকিং খাতে সক্রিয়? এবং কেনো তার সহযোগীরা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকে দায়িত্বে রয়েছেন?

মার্জিয়া আক্তার নামে একজন ভুক্তভোগী বলেন, তার বাবা পরিবারের ভবিষ্যতের কথা ভেবে পদ্মা ব্যাংকে টাকা রেখেছিলেন। এখন তার মা কিডনি রোগে আক্রান্ত। কিন্তু ব্যাংকে টাকা থাকলেও মাসের পর মাস ধরে তা তোলা যাচ্ছে না। কর্মকর্তারা বারবার সময় নিচ্ছেন, আজ-কাল বলে পার করে দিচ্ছেন। তিনি বলেন, “আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা ফেরত দিতে বাধ্য। আমাদের আর সহ্য হচ্ছে না। গভর্নর স্যার, দয়া করে আমার মাকে বাঁচান, আমাদের টাকা ফেরত দিন।”

জুয়েলা আক্তার বলেন, তিল তিল করে জমানো টাকা আমরা ব্যাংকে রেখেছিলাম। এখন নিজেদের টাকাই তুলতে পারছি না। অনেক সময় ব্যাংকে গেলে দুর্ব্যবহার করা হয়, ধমক দিয়ে বের করে দেওয়া হয়। এই যন্ত্রণার শেষ কোথায়?

লিখিত বক্তব্যে জানানো হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাত দায়িত্ব নেওয়ার পর কিছুটা আশার আলো জাগলেও তিনি পরে রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেন। বিনিয়োগ আনার প্রতিশ্রুতি পূরণ না করে বরং নিজেই আর্থিক অনিয়মে জড়ান। সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং ব্যাংক থেকে সম্পদ লুট করতে থাকেন।

ফয়সাল ভূঁইয়া বলেন, এই দুর্নীতির মূল হোতা চৌধুরী নাফিস সরাফাত ও তারেক রিয়াজ খান। তারা ভুয়া নথির মাধ্যমে ঋণ অনুমোদন, অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ এবং প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ২০১৯ সালে ব্যাংকে তারেক রিয়াজের যোগদানের সময় যেখানে ব্যাংকের হাতে ছিল ১২০০ কোটি টাকা, ২০২৪ সালে তার পদত্যাগের সময় ব্যাংকের অবস্থান দাঁড়ায় ঋণাত্মক ৪০০ কোটি টাকায়।

সংবাদ সম্মেলনে মিরাজুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, “ব্যবসার সব টাকা ব্যাংকে রেখেছিলাম। এখন আমরা পথে বসেছি। অফিসে অফিসে ঘুরেও কোনো লাভ হচ্ছে না। আমরা নিঃস্ব হয়ে গেছি।

ভুক্তভোগীরা বলেন, এই সংকটের দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক। কারণ লাইসেন্স দিয়েছে তারা। তাই তাদেরই ব্যবস্থা নিতে হবে। তারা আশা করেন, দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।

আমার বার্তা/এমই

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে যাচ্ছে ২

আবারও নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক

আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে

এনবিআর বিলুপ্তি: রোববারও কলম বিরতির ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ বাতিল করে রাজস্ব ব্যবস্থার

ডাক অধিদপ্তরের দায়িত্ব নেওয়ায় নগদের লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা

ডাক অধিদপ্তর দায়িত্ব নেওয়ার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রতিদিন লেনদেন প্রায় ১০০ কোটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনে করবেন না কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকার দেখতে চাইবো

গেজেট প্রকাশের ২০ দিন পরও শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি সরকার

ভোট নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রুহুল কবির রিজভীর

পদ্মা ব্যাংকে আমানত রেখে নিঃস্ব, ফেরতের দাবিতে ফুঁসছেন ভুক্তভোগীরা

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সেনানিবাসে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

মেঘনায় নদীতে ৩৪ ড্রাম চিংড়ির পোনাসহ আটক ২

শেষ বিকেলের নাটকীয়তায় বাংলাদেশের বড় ব্যবধানের হার

রৌমারী সীমান্তে বজ্রপাতে এক চোরাকারবারি মৃত্যু

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

রাজবাড়ীতে মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছেন ৮ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউএসসির রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুলাইয়ের মতো গতকালের আন্দোলনও সফল করেছে জবি শিক্ষার্থীরা

আখাউড়ায় বিয়ের ৮ দিনেই স্বামীকে হত্যা

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, সরকারি পদ ছাড়ার পর একা হয়ে যাব

গণঅভ্যুত্থানের অডিও-ভিডিও সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ

নির্বাচনের বিষয়ে ইসি চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত