ই-পেপার মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

অনলাইন ডেস্ক:
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন। এই ইউনিটে এবার পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার মঙ্গলবার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান।

ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। পরীক্ষার ফল https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৭ দশমিক ২৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ১৮ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম স্থান অধিকার করেছেন রেদওয়ানুল হক মারুফ। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রোল ছিলো ২০২৫৩৭ এবং কেন্দ্র ছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন, যা মোট আবেদনকারীর ৮৭ দশমিক ৫৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন অর্থাৎ ১২ দশমিক ৪৩ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। এছাড়াও

পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৯৬ শতাংশ। অকৃতকার্য সবাই ৩০-এর কম নম্বর পেয়েছেন।

এদিকে ৮৪ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে, যা মোট পরীক্ষার্থীর দশমিক ০৬ শতাংশ৷ এদের মধ্যে চারজনের খাতা বাতিল, একজন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লেখায় ৪৪ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৩৫ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সাব-টেকনিক্যাল কমিটির তৈরি করা ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ ও এর উপরে পেয়েছেন ুদজন, ৭০ ও এর উপরে পেয়েছেন চারজন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ২০ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ৮৪ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৪৪০ জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ২ হাজার ২২ জন, ৪৫ ও এর উপরে পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১৬ হাজার ৩৪৬ জন এবং ৩৫ ও এর উপরে পেয়েছেন ৩১ হাজার ২১৭ জন। আর ৩০ ও এর উপরে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) দেশের ২৪টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং এসব কেন্দ্রের উপকেন্দ্রগুলোতে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

তাপপ্রবাহ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহ চলাকালীন শ্রেণির কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ

‘শরীফার গল্প’ বাদ দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত ‘শরীফার গল্প’ বাদ দিতে সুপারিশ করেছে

একাদশের ক্লাস শুরু ৩০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো

একাদশে ভর্তি: জেনে নিন কোন কলেজে কত ভর্তি ফি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির ঈদ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়বে না

বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, তদন্তের নির্দেশ

চাল উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি: কৃষিমন্ত্রী

মিছিল নিয়ে গণসংহতিকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে দেয়নি পুলিশ

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

মতপ্রকাশের স্বাধীনতা সূচকে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে: রিজভী

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

তাবরিজে রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

ভিসানীতিতে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত

অবাক হয়েছি তবে শাস্তি পাওয়ার মতো কিছু করিনি

চার ঘণ্টায় ১৭ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন হালান্ড

আজিজ আহমেদের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্ত করা: ফখরুল

নিরাপদ পৃথিবী রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব

ডি মারিয়াকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার