ই-পেপার সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা প্রকাশ

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৩

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে, সেদিন ক্যাম্পাসে বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর শুধু ক্যাম্পাস থেকে বের হওয়া যাবে। পহেলা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় আরও বলা হয়, নববর্ষের শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচায়ক। এ বছর ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রা সর্বজনীন অংশগ্রহণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এ বছর নববর্ষের শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় বের করা হবে। শোভাযাত্রাটি শিশুপার্কের সামনে থেকে ঘুরে শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে।

সভায় জনসাধারণের জন্য আরও যে সকল নির্দেশনা দেওয়া হয় তা হলো- পহেলা বৈশাখের আগের দিন ১৩ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্যকোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

এছাড়া, পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখের রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিবর্গ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সম্মুখের ছবির হাটের গেইট, বাংলা একাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির সম্মুখে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ব্যবহার করা যাবে।

পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।

আমার বার্তা/এল/এমই

এসএসসি পরীক্ষা নিয়ে পরিপত্র জারি

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ

পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ পরীক্ষায় অংশ নেবে

মাউশি অধিদপ্তরের নতুন কলেজ পরিচালক অধ্যাপক হান্নান

শিক্ষা প্রশাসনের শীর্ষ দপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার নতুন পরিচালক

দীর্ঘ ছুটি শেষে বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

অবশেষে লম্বা ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৮ এপ্রিল)। পরদিন বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষা নিয়ে পরিপত্র জারি

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

ডিপিএল ম্যাচে মাঠে নামছেন নাসির

যুক্তরাষ্ট্রের কাছে আরও পেট্রিয়ট চাইলেন জেলেনস্কি

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

উন্নত দেশ হওয়ার অন্যতম শর্ত মানসম্মত শিক্ষা

গ্রীষ্মে যে পানীয়গুলো এড়িয়ে চলবেন

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

ইয়েমেনে সর্বশেষ মার্কিন বিমান হামলায় নিহত ৪

এনসিপি কর্মীদের ধর্ষণের হুমকি পাওয়া ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা

বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৬ জন ঢাকা মেডিকেলে

বিনিয়োগ আকর্ষণে আজ থেকে ৪ দিনের বিডা সম্মেলন শুরু

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ চলছে, নিহত অর্ধশতাধিক

৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

জাজিরায় ফিল্মি স্টাইলে বোমা বিস্ফোরণের নেপথ্যে কী, যা জানালো র‍্যাব

সরাইলে প্রশাসনের অভিযান; ৩ মাদকসেবী'কে কারাদণ্ড

এসএসএফের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ