ই-পেপার সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আমাদের সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা হয়েছে

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

আমরা কচুরিপানার মতো ভাসছি। বাবা বিদ্রোহী সৈনিক ট্যাগের কারণে সুচিকিৎসা পাননি। আমরাও ভালো ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলাম। কিন্তু বাবাকে পিলখানার বিদ্রোহী সৈনিক ট্যাগ দিয়ে আমাদের সেই সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা হয়েছে। ভালো স্কুলেও পড়তে পারিনি। আমরা সেই বঞ্চনার বদলে ইনসাফ চাই। আমি বাবার মতো নির্দোষ বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরি ফেরত চাই।

এভাবেই সরকার ও বিজিবি মহাপরিচালকের কাছে আকুল আবেদন জানান সাবেক বিডিআর সদস্য শওকত আলীর মেয়ে সাদিয়া রহমান।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানে এসবকথা বলেন বিডিআর পরিবারের সদস্য সাদিয়া রহমান।

দিনাজপুর থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা এ তরুণী বলেন, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা আর এই মানবেতর জীবনযাপন করতে চাই না। আমরা ইনসাফ চাই।

সাদিয়া বলেন, আমরা ২০০৯ সাল থেকে কোনো জায়গায় ঠাঁই পাচ্ছি না। আমরা ভাসমান কচুরিপানার মতো ভেসে বেড়াচ্ছি। আমরা কোথাও প্রাপ্য সম্মান পাচ্ছি না। আমি এমন একজন সৈনিকের সন্তান যে বাবার বিদ্রোহী ট্যাগের কারণে স্বপ্ন দেখা ভুলে গেছি। বাবাকে বিদ্রোহী সৈনিকের ট্যাগ দিয়ে সুচিকিৎসাও দেওয়া হয়নি।

সাদিয়া আক্ষেপ করে বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যের সন্তান বলে আমরা ভালো স্কুলে পড়তে পারিনি। এই বৈষম্যগুলো কেন আমাদের সঙ্গে করা হয়েছে? আমরাও তো স্বপ্ন দেখেছিলাম সুন্দর ভবিষ্যতের, একটা সুন্দর ভবিষ্যৎ হবে। সেই সুন্দর ভবিষ্যৎ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

সাদিয়া বলেন, আমরা চাই আমাদের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা হোক। আমরা চাই আমাদের বাবা, চাচাদের সঙ্গে ইনসাফ করা হোক, অতি দ্রুত ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করা হোক। সাথে সাথে যারা প্রকৃত দোষী, যারা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত জড়িত, তাদের শনাক্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ওই তরুণী বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমানে আপনি এই বাহিনীর গার্ডিয়ান। আপনার প্রতি আমাদের আকুল আবেদন আপনি আমাদের প্রতি সদয় হোন।

অবস্থান কর্মসূচিতে নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. জাহিদুল আলম।

রাঙ্গামাটি কাপ্তাই এলাকার এ বাসিন্দা দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রাইফেল সপ্তাহ উপলক্ষে ২০০৯ সালে পিলখানার ৩৬ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল তাকে। পিলখানা হত্যাকাণ্ডের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জাহিদুল আলম বলেন, ২০০৯ সালে তো আমি এখানে কর্মরত ছিলাম না, এখানে আমাকে দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়ন থেকে সংযুক্ত করা হয়েছিল। আমি এর কিছুই জানতাম না। সে সময় কে বা কাহারা কী করেছিল আমি কিছুই জানি না। আমি তো বাহিনীর নিয়ম মেনে চাকরি করছিলাম, আমি তো সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবেই দায়িত্ব পালন করছিলাম। আমি তো বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য দায়িত্ব পালন করছিলাম। আজও আমি নিজেকে প্রশ্ন করি কেন আমার চাকরি গেল? আমি উত্তর খুঁজে পাই না।

পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, অনেক নিরপরাধ বিডিআর সদস্যের চাকরি গেছে। আমি তো আজও জানতে পারিনি আমাকে কেন বঞ্চিত করা হলো, আমার কেন চাকরি গেছে।

তিনি বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সেদিন আমি কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, তারপরও কেন আমার চাকরি গেল স্যার। আমাকে সে সময় জিজ্ঞাসাবাদ করে দিনাজপুরের প্রেরণ করা হয়। এরপর আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় আমি একটা প্রতিবাদও করতে পারি নাই।

৫ আগস্টের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, বিজিবি মহাপরিচালকের কাছে আমাদের আকুল আবেদন, আমরা নির্দোষ স্যার। আপনি আমাদের গার্ডিয়ান আপনি আমাদের কষ্ট বুঝবেন স্যার। দয়া করে আমাদের বিদ্রোহী সৈনিকের ট্যাগ থেকে রক্ষা করুন, আমাদের চাকরি ফিরিয়ে দিন, ক্ষতিপূরণ দিন। স্যার আমরা এখানে আজ বিশৃঙ্খলা করতে আসিনি, দাবি নিয়ে এসেছি আমরা পিলখানায় ফিরতে চাই স্যার। আমরা চাকরিতে ক্ষতিপূরণসহ পুনর্বহাল চাই। আমরা মানবেতর জীবনযাপন করছি।

বিডিআর সদস্যদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফ্যাসিবাদী হাসিনার মুখাবয়ব

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা। বাঙালির পহেলা বৈশাখ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে

বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস

আসন্ন বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক

সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

তোমরা আমাদের হৃদয়ে আছো, ফিলিস্তিনিদের নিয়ে জামাল

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফ্যাসিবাদী হাসিনার মুখাবয়ব

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

ম্যাকাও পাখির পর গাজীপুর সাফারি পার্ক থেকে এবার হাওয়া লেমুর

নতুন শুল্ক নীতির প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানী খাতে

গাজায় হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও সেভ হবে কিনা সিদ্ধান্ত প্রেরকের

আজ থেকে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন

প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম বন্ধ

সৌদিতে বাড়ি ভাড়া করেনি ৯ এজেন্সি, অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে পরিপত্র জারি

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

গাজার ওপর ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে ক্রীড়াঙ্গনের তারকারা

যুক্তরাষ্ট্রের কাছে আরও পেট্রিয়ট চাইলেন জেলেনস্কি