ই-পেপার বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর: নিপুণ

বিনোদন ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে বরাবরই নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনও নিজের মতামত প্রকাশ করেন, কখনও বা সমাজের মানুষের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে নিজের মন্ত্রণালয়ের কাজ শুরু করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পড়ান।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার পরের দিন থেকে মন্ত্রণালয়ে অফিস শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে হাতে নিয়েছেন স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা! তবে এরইমধ্যে একটি শ্রেণি ফারুকীকে বিগত আওয়ামী সরকারের ‘দোসর’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুর চড়াচ্ছেন!

বিভিন্ন সময়ের ফেসবুক পোস্ট নিয়ে করছেন সমালোচনা। শুধু তাই নয়, সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। এরমধ্যে এমন গুঞ্জনও উঠে, উপদেষ্টা পরিষদে থাকছেন না তিনি! তবে সেই গুঞ্জনে জল ঢালেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এদিন তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) দেখা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। শুধু তাই নয়, সংস্কৃতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে প্রধান উপদেষ্টাকে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরবেন সংস্কৃতি উপদেষ্টা।

এরইমধ্যে ফারুকীকে ‘আওয়ামী দোসর’ বলা নিয়ে কড়া জবাব নিয়ে হাজির হন নির্মাতা আশফাক নিপুন। এ বিষয়ে শুরুতেই নিপুন তার ফেসবুকে লিখেন, মোস্তফা সরয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। দুঃখজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাঁকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দবোধ করেন নাই, এখনো করবেন না। বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামীজনকে জিজ্ঞেস করে দেখেন? ছ্যাঁত করে উঠবে!

এসময় তিনি বলেন, উনার (ফারুকী) পুরোনো কিছু স্ট্যাটাস, ছবিই যদি অকাট্য প্রমাণ হয় তাহলে তার বিপরীতে গত ১৫ বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে উনার ফেসবুক পোস্টও আমলে নেয়া হোক। যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন? অথবা আওয়ামী সরকারের আমলে দুইবার উনার সিনেমা আটকে দেয়া আমলে নেয়া হোক।

ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা করায় যারা সমালোচনায় মেতে উঠেছেন, তাদের উদ্দেশে নিপুন প্রশ্ন রেখে বলেন, ফারুকীর সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা। উনি সংস্কৃতির লোক তাই উনাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো। উনাকে তো অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন বা স্বাস্থ্য উপদেষ্টা করা হয় নাই। উনি দেশে বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ, জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব, স্পিরিটে তরুণ তাই হয়ত উনার এই নিয়োগ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট, ডকুমেন্টস ধারণ করার মত কাজ উনি যদি করে দেখাতে না পারেন তাহলে আমিও উনার সমালোচনা করব। ১০০ বার করব। কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে? সেটাও দেয়া যাবে না কেন? শত শত ফ্যাসিস্ট সমালোচনার বাইরে উনার কয়েকটা ফেসবুক পোস্ট বা পলক সাহেবের সাথে একটা ছবির কারণে?

ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে, বেয়াদবি মাফ করবেন। এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি, জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই জীবনের কোন না কোন সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে আর কেউ বাধ্য হয়ে ছিল। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল। এই ঐক্যই ছিল আমাদের শক্তি। এখন এই ডিভাইড এণ্ড রুল পলিসি কেন? কার বা কাদের সুবিধার জন্য?-প্রশ্ন রাখেন নিপুন।

দায়িত্ব পালনে ব্যর্থ হলে ফারুকীকে নিয়ে সমালোচনা কইরেন’-এমন মন্তব্য করে নিপু তার লেখার শেষে বলেন,ফারুকীর কাজের সমালোচনা ১০০ বার করেন। সেটা উনার উপর অর্পিত দায়িত্ব উনি পালন করতে না পারলে করেন। যৌক্তিকভাবে করেন। কিন্তু উনি যা না, যা উনি বলেন নাই, সেটার পিছনে অযৌক্তিক সমালোচনা করে শক্তি নষ্ট কইরেন না। আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকী এই মহান আন্দোলনকে ডকুমেন্টেড করার জন্য উনার সেবাবলে সর্ব্বোচ্চটাই ঢেলে দিবেন। সেই সক্ষমতা উনার এবং উনার টিমের আছে। আমি সাগ্রহে তাকিয়ে আছি উনি আমাদের কি কি উপহার দিতে পারেন সেদিকে। না পারলে তখন উনাকে গালমন্দ কইরেন।

আমার বার্তা/এমই

একটা গান গাইতে ১০ বছর লেগেছিল লগ্নজিতা চক্রবর্তীর

ওপার বাংলার সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ‘চতুষ্কোণ’ ছবির বসন্ত এসে গেছে গানটি গেয়ে ঝড় তুলেছিলেন এই

মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক, বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে

গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ

দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন

শিক্ষক তো তাই বেশি কথা বলি: অপি করিম

দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম। অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তিনি। বর্তমানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে ৭৬ দিন

লিগের সেরা গোলরক্ষকই ডাক পান না জাতীয় দলে!

১৬ বছর ধরে দেশকে ফোকলা বানানো হয়েছে: ফারুকী

অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে: সারজিস

সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

সাবেক সচিব নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিলো যুক্তরাষ্ট্র

জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি

রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু

পাবনায় বৈষম্য কমাতে কাজ করবে শেকড় ফাউন্ডেশন

সাংবাদিক নজরুল ইসলাম আর নেই

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী

২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম

মহাখালীতে অটোরিকশা চালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী

শাহজাহান ওমরের গাড়িতে হামলা, মামলা করতে গিয়ে গ্রেপ্তার

জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান

শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল

মহাখালীতে রিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ