মাসুম বিল্লাল ফারদিন একজন চৌকস তরুণ। তিনি মানবসেবক এবং আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত সাংস্কৃতিক প্রতিনিধি। তার কণ্ঠে যেমন সংগীতের আবেশ, তেমনি নেতৃত্বে রয়েছে আন্তরিকতা, পেশাদারিত্ব এবং দূরদর্শী চিন্তার প্রতিফলন। তিনি দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের মিডিয়া কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের কূটনীতি, সংগীত, সংস্কৃতি ও পর্যটন খাতে মাসুম বিল্লাল ফারদিনের অবদান ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল, গ্রহণযোগ্য ও প্রভাবশালী হয়ে উঠছে। এবার আরও একটি সম্মাননা পেলেন ফারদিন। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে সম্মানিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ এ নিযুক্ত ১ম সেক্রেটারি জিয়াউল হক, কালচারাল সেক্রেটারি আনিল আজগার, বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম বুলবুল প্রমুখ। তিনি সম্মাননা পেয়েছেন মিস & মিসেস এলিগেন্স আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে।
এ অর্জন নিয়ে ফারদিন বলেন, আমাকে সম্মানিত করার জন্য কতৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা। আমি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিভাবে কাজ করতে চাই। সবাই আমার পাশে থাকবেন। এই তরুণ প্রতিভার হাত ধরে বাংলাদেশ আজ যে স্বপ্ন বুনছে, তা কেবল উন্নয়ন কিংবা কূটনীতির সীমানায় সীমাবদ্ধ নয়; বরং তা পৌঁছে যাচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়ার এক বিশেষ উচ্চতায়। মাসুম বিল্লাল ফারদিন যেন হয়ে উঠেছেন সম্ভাবনার প্রতীক, অদম্য আকাঙ্ক্ষার মুখপাত্র।