ই-পেপার মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বেসরকারি ক্লিনিকের পেন্ডিং সমস্যা সমাধানের উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৫, ১৬:০৮
আপডেট  : ৩০ আগস্ট ২০২৫, ১৬:২১

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের পেন্ডিং সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জানিয়েছেন, ২০১৭ সাল থেকে অনেক প্রতিষ্ঠান এখনও লাইসেন্স পাননি। তবে শর্তপূরণসহ আগামী চার মাসের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে লাইসেন্স দেওয়া হবে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনে যুক্ত হয়ে তিনি দেশের স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সব প্রতিষ্ঠান মান উপযোগী নয়, তাই লাইসেন্স দেওয়ার সময় তাদের মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

সাইদুর রহমান জানান, দেশের স্বাস্থ্য খাতের দায়িত্ব একমাত্র সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয়। বর্তমানে প্রায় ৭৩ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও থেকে আসছে। তিনি বলেন, এখানে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সমন্বয় নিশ্চিত করতে হলে একে অপরকে দোষারোপ না করে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। এই সেবা নিশ্চিত করতে হলে এক হওয়ার বিকল্প নেই।

স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সরকারের ১০০ দিনের পরিকল্পনা থাকা সত্ত্বেও তিনি বলেন, যতটুকু সম্ভব হবে, তা আমরা করব। পরবর্তী রাজনৈতিক সরকার এটি আরও এগিয়ে নেবে। আমরা সেবার জন্য সব আয়োজন করি, কিন্তু রোগ সংক্রান্ত সচেতনতাটা খুবই দুর্বল।

ড. সাইদুর রহমান শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক পাঠ্য উপেক্ষিত হওয়ার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য পাঠ উপেক্ষিত। আমরা গোল্ডেন এ প্লাস দিচ্ছি, কিন্তু সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করছি না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা করাচ্ছে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেই। তাই সব মন্ত্রণালয়কে বলেছি, তাদের সব কাজে স্বাস্থ্য বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

নগর ও গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবার পার্থক্য নিয়েও সচিব মন্তব্য করেন। তিনি বলেন, গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরের তুলনায় নাজুক। আমরা ঢাকার ২১টি গভর্নমেন্ট ডিসপেনসারি (জিওডি) কার্যকর করার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করতে চাই।

ড. সাইদুর রহমান শেষ পর্যন্ত পুনরায় উল্লেখ করেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকার অনেক পিছিয়ে আছে। ‘কিছু শর্ত দিয়ে চার মাসের মধ্যে লাইসেন্স দেওয়া সম্ভব। শর্তপূরণের জন্য কিছু সময় বেঁধে দেওয়া হবে। সব প্রতিষ্ঠান মান উপযোগী না হলেও আমরা নিশ্চিত করব, লাইসেন্স দেওয়ার পরও তারা মান বজায় রাখবে।

আমার বার্তা/এল/এমই

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা)

ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম্য—এই দুই মিলে ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম।

ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সরকারি চাকরিতে ইস্তফা প্রদানের পর তথ্য গোপন করে পুনরায় যোগদান, যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: সাকি

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

সাবধান: ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

১১ ধারা-উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে

ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা