ভারতের গুজরাটের নাভসারিতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাভসারির আহমেদাবাদ-মুম্বাই হাইওয়েতে বাস ও একটি কারের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে গুজরাটের সুরাত শহরের এক হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেপুটি সুপারিনটেন্ড ভিএন প্যাটেল ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আহমেদাবাদ-মুম্বাই হাইওয়েতে বাস ও কারের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে এক টুইটে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, নাভসারির দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সৃষ্টিকতা তাদের এই শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এবি/ জিয়া