ই-পেপার সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো ১ আগস্ট পর্যন্ত

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৫, ১৫:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। একই সঙ্গে তিনি বলেন, যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে।

এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশভিত্তিক শুল্ক এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। যদিও সেটি তৎক্ষণাৎ কার্যকর না করে ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন নতুন সময়সীমা অনুযায়ী, উচ্চহারে শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।

ব্রিকসের জন্য হুঁশিয়ারি

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ওই চিঠি পাঠানো শুরু হবে। অন্য একটি পোস্টে তিনি আরও কঠোর অবস্থান ঘোষণা করে জানান, ব্রিকস জোটের সঙ্গে সম্পর্ক গড়া দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার।

ব্রিকস জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নতুন সদস্য হিসেবে রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

রোববার ব্রিকস নেতারা গাজা ও ইরানে হামলার নিন্দা জানান এবং বৈশ্বিক প্রতিষ্ঠানে সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, উচ্চহারে শুল্ক বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি।

ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ব্রিকস দেশগুলোর সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা ক্ষতিগ্রস্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ছাড় নেই ছোট দেশগুলোরও

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি হচ্ছে।

তিনি আরও জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অল্প, এমন শতাধিক ছোট দেশকেও শিগগির শুল্ক বৃদ্ধির নোটিশ পাঠানো হবে।

হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট বলেন, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে, তাদের জন্য সময়সীমা কিছুটা পেছাতে পারে। শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের আরেক উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা নিয়ে আমি ভালো খবর পাচ্ছি। যেসব দেশ ছাড় দিতে প্রস্তুত, তারা তুলনামূলক কম শুল্ক পাবে।

মার্কিন বাণিজ্য ঘাটতির ৯৫ শতাংশ ১৮টি প্রধান অংশীদার দেশের সঙ্গে—তাদের সঙ্গেই মূল আলোচনা চলছে বলে জানান বেসেন্ট। কিন্তু ‘অনেক দেশ টানাটানি করছে’ বলেও অভিযোগ করেন তিনি। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/এমই

বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

মিয়ানমারে সামরিক জান্তা-বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে বলে

রাশিয়ার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে

ব্যাংক অফ রাশিয়ার সূত্র মতে, মস্কো তার বৈদেশিক মুদ্রার ধারণক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে, এক মাসেরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় নিরাপদ সড়কের দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি

৫ আগস্ট সফল না হলে ভিন্ন বাংলাদেশ দেখতে হতো: আসিফ মাহমুদ

জবির আইটি সোসাইটির দায়িত্বে ইমরান-বায়েজিদ

বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই

আনিসুল-রুহুল আমিন-মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের

জরুরি অবস্থা আইন সংশোধন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করায় একমত বিএনপি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াসহ সব আসামিকে অব্যাহতি

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ৩৫ মাসে সর্বনিম্ন

ব্যাংকখাত নজরদারিতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

ইউটিউবে চালু হচ্ছে নতুন নিয়ম