কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে মনোহরগঞ্জ-নাঙ্গলকোট সীমান্তবর্তী এলাকা তুগুরিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে সিএনজি চালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখন্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)।
রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মনোহরগঞ্জের মুন্সিরহাটের একটি অটোরিকশা তুগুরিয়া রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন নিহত হন।