ই-পেপার শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

পানি বিশুদ্ধকরণে পানির ফিল্টারের গুরুত্ব

অনলাইন ডেস্ক:
১৩ জুলাই ২০২৪, ১৩:৪০
আপডেট  : ১৩ জুলাই ২০২৪, ১৬:৫৬

দুষিত এবং আর্সেনিকযুক্ত পানি বিশুদ্ধ করার জন্য পানির ফিল্টার ব্যবহার করা হয়। ফিল্টার করে পানি পান না করলে আমরা ভুল করে আর্সেনিকযুক্ত পানি এবং দূষিত পানি পান করতে পারি। এতে করে, পানিবাহিত বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি।

আমাদের দেশে পূর্বে পানিবাহিত রোগের কারণে প্রতি বছর অনেক মানুষ মারা যেতো। কিন্তু, পানিবাহিত রোগ দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে এই মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে এসেছে। পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে চাইলে পানি খাওয়ার পূর্বে তা ফিল্টার করে নিতে হবে। পানি ফিল্টার করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়।

আগে দূষিত পানি ফিল্টার করার জন্য পানি ফুটন্ত গরম করা, ছাকনি দেয়া সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো। কিন্তু, এখন দূষিত পানি ফিল্টার করার জন্য পানির ফিল্টার ব্যবহার করা যায়। পানির ফিল্টার ব্যবহার করার কারণে আমরা পানিবাহিত রোগ থেকে বাঁচতে পারি।

পানি বিশুদ্ধকরণে পানির ফিল্টার সম্পর্কে ধারণা পাওয়া যাবে বিডিস্টল এর ওয়েবসাইট থেকে।

পানি বিশুদ্ধকরণে পানির ফিল্টারের ভুমিকা

টিউবওয়েলের পানি কিংবা যেকোনো ট্যাপের পানিতে বিভিন্ন ধরণের রোগ জীবাণু সহ আর্সেনিক থাকতে পারে। তাই, যেকোনো জায়গা থেকে পানি সংগ্রহ করার পর তা পান করার পূর্বে অবশ্যই সেই পানি বিশুদ্ধ করে নিতে হবে। পানি বিশুদ্ধ করার জন্য পানির ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

টিউবওয়েল সহ যেকোনো স্থান থেকে পানি সংগ্রহ করার পর তা ফিল্টারে দিলে ধীরে ধীরে পানিগুলো ফিল্টার হয়ে বিশুদ্ধ হয়ে যায়। এতে করে, পানিতে থাকা রোগ-জীবাণু এবং আর্সেনিক থেকে মুক্ত করে বিশুদ্ধ পানি পাওয়া যায়। ফলে, এই পানি খেলে পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় বা নেই বললেই চলে।

পানির ফিল্টার দিয়ে পানি বিশুদ্ধকরণ করলে পানিতে থাকা বিভিন্ন ধরণের ক্ষতিকর জীবাণু, পরজীবী, ব্যাকটেরিয়া, শেওলা, ভাইরাস এবং ছত্রাক, বৃষ্টির পানির সাথে মিশে যাওয়া বালি, কাদা, মাটির কণা ইত্যাদি অপসারণ করে পানিকে আরও পরিষ্কার ও নিরাপদ করে তোলে।

পানি বিশুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের উপায় থাকলেও পানির ফিল্টার ব্যবহার করে পানি বিশুদ্ধ করা অনেক সহজ এবং কার্যকরী। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধ করা, পানি গরম করে ফুটিয়ে পানি বিশুদ্ধ করা এবং ছাকনি নিয়ে পানি বিশুদ্ধ করা যায়। কিন্তু, এসব পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা সময়সাপেক্ষ ব্যাপার এবং এসব পদ্ধতি ততটা কার্যকর নয়।

তবে, পানির ফিল্টার ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি সময় বাঁচায় এবং এই পদ্ধতি অনেকটাই কার্যকরী। তাই, এখন আমাদের দেশ সহ বিভিন্ন দেশে বাসা-বাড়ি সহ বিভিন্ন অফিস এবং রেস্টুরেন্টে পানি বিশুদ্ধ করার জন্য পানির ফিল্টার ব্যবহার করা হয়। দূষিত পানি থেকে খারাপ উপাদানগুলো দূর করে বিশুদ্ধ পানি পান করতে চাইলে পানির ফিল্টার ব্যবহার করতে হবে।

পানির ফিল্টারের বৈশিষ্ট্য

পানি ফিল্টার করার জন্য বাজারে বিভিন্ন ধরনের পানির ফিল্টার পাওয়া যায়। এখন, ইলেকট্রিক পানির ফিল্টারও পাওয়া যায়। বাজেট অনুযায়ী অনেক ভালো মানের পানির ফিল্টার ক্রয় করতে পারবেন। এখন কিছু ইলেকট্রিক পানির ফিল্টারে গরম এবং ঠান্ডা পানির সুবিধা পাওয়া যায়। অর্থাৎ, আপনি পানি দেয়ার পর সেই পানি গরম হিসেবে বের করে নিতে চাচ্ছেন নাকি গরম হিসেবে, সেটি ইচ্ছেমতো নির্বাচন করতে পারবেন।

এছাড়াও, পানির ফিল্টার বিভিন্ন পরিমাণের পাওয়া যায়। আপনি চাইলে ছোট থেকে বড় যেকোনো সাইজের পানির ফিল্টার ক্রয় করতে পারবেন। দামের উপর নির্ভর করে পানির ফিল্টার এর আকার এবং পানি ধারণক্ষমতা কমবেশি হবে। এছাড়াও, পানির ফিল্টার এর কোয়ালিটি, পানি ফিল্টার করার প্রযুক্তি ইত্যাদি দামের উপর নির্ভর করেই ভালোমানের কিনতে পারবেন।

শেষ কথা

এই আর্টিকেল থেকে পানি বিশুদ্ধকরণে পানির ফিল্টারের ভূমিকা এবং পানির ফিল্টার এর বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়যা যাবে। ঝামেলামুক্ত ভাবে বিশুদ্ধ পানি পান করতে চাইলে পানির ফিল্টার ক্রয় করতে পারেন।

আমার বার্তা/জেএইচ

আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর জেনে নিন

আমরা প্রতিদিন যা করি, সেগুলোই আমাদের অভ্যাস। ভালো অভ্যাস যেমন শরীর ও মনের জন্য সুফল

সকালের খাবার কি সবচেয়ে ভারী হওয়া উচিত

সবার জীবনেরই ব্যস্ততা। এই ব্যস্ততার চাপে আমরা সঠিক সময়ে সঠিক খাবারটি খেতেই ভুলে যাই। এমনকী

ঝটপট ত্বকে উজ্জ্বলতা দেবে ডিমের ফেসপ্যাক

রূপচর্চায় ডিম ব্যবহার নতুন নয়। তবে মূলত, চুলের যত্নেই ডিম ব্যবহার করতে দেখা যায় বেশি।

প্রসাধনী ব্যবহারে সাবধান হোন

প্রসাধনী আমাদের সৌন্দর্যকে বাড়ায় এটা খুব সত্যি। তাই প্রসাধনীর প্রতি আমাদের আগ্রহ আর দুর্বলতা দুটোই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি

মাশরাফীকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিলেট স্ট্রাইকার্সকে

বায়তুল মোকাররমের নতুন খতিব কে এই মুফতি আবদুল মালেক

ডিমের ডজন ১৫০ টাকা, এবার মুরগির বাজারে অস্বস্তি

নির্বাচন হতে পারে ২০২৫ সালের মধ্যে: আসিফ নজরুল

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত

হামাসের নতুন প্রধান খালেদ মাশাল

১৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

রাষ্ট্র সংস্কারে ৪ কমিশনে নেতৃত্বে যারা

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আহত ৩৩

জাস এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর পথচলা শুরু

৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম

সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০০

আনুষ্ঠানিকভাবে এবার শেখ হাসিনার অবস্থান জানাল ভারত

ছাত্র আন্দোলনে রক্ত দিয়েও ন্যায়বিচার পাচ্ছে না জাতীয় পার্টি

স্বাস্থ্য-গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন

কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

হিট অফিসার মেয়েকে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক