ই-পেপার শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

ভালো থাকতে প্রতিদিন এই সহজ ব্যায়ামগুলো করুন

অনলাইন ডেস্ক:
২৪ জুলাই ২০২৪, ১২:২৮
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১২:৩১

নিয়মিত ব্যায়াম যে শরীরের পাশাপাশি মনের ওপরে ইতিবাচক প্রভাব রাখে, সেটা নতুন করে বলার কিছু নেই। ত্বক ভালো রাখতেও প্রতিদিন সঠিক নিয়মে যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলও ফলো করা আবশ্যক। নাহলে আপনি যতই দামি প্রোডাক্ট ব্যবহার করুন না কেন, লাভ পাবেন না। তাই ভালো ত্বক পেতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সঙ্গে নিয়মিত ব্যায়ামও করতে হবে আপনাকে।

প্রতিদিন সকালে ব্যায়াম করলে আপনার শরীরও ভালো থাকবে। রক্ত সঞ্চালন বাড়বে। ত্বকের জেল্লাও হবে দেখার মতো। তাই আর দেরি না করে জেনে নিন কয়েকটি সহজ ব্যায়ামের সন্ধান।

ব্রিদিং এক্সারসাইজ শুরু করুন: শরীর ভালো রাখার জন্য ব্রিদিং এক্সারসাইজ করা আবশ্যক। তাই সকালে উঠে প্রথমেই এই ব্যায়ামটি করুন।

প্রথমে সোজা হয়ে দাঁড়ান। তারপর দুই হাত দুই দিকে ছড়িয়ে বুক ভরে শ্বাস নিন। তারপর হাত আবার বুকের কাছে ফিরিয়ে আনুন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। এই পদ্ধতি রিপিট করুন ১০ বার। এতে আপনার শরীরে প্রচুর পরিমাণে শুদ্ধ বাতাস প্রবেশ করবে। প্রতিটি কোষে পৌঁছে যাবে পর্যাপ্ত অক্সিজেন। তাই ত্বকের সুস্বাস্থ্য অটুট থাকবে।

এসব স্ট্রেচ আবশ্যক: আজকাল অনেকেই দিনে ৮-৯ ঘণ্টা বসে কম্পিউটারে কাজ করেন। এতে তাদের কাঁধের এবং কোমরের ব্যথাও বাড়ে। এদিকে কম নড়াচড়ার কারণে শরীরে রক্ত সরবরাহ ঠিকঠাকভাবে হয় না। ফলে ত্বকের কোষগুলোতেও পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। তখন ত্বকের নানা সমস্যা বাড়তে থাকে। সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে দিনের শুরুতেই কিছু স্ট্রেচিং করে নেওয়া প্রয়োজন।

সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরে রাখুন। এবার ঘাড় ডান পাশে হেলিয়ে দিন। ৫ গুনে ঘাড় বাম পাশে হেলান। এরপরে পিছনে এবং সামনেও বেন্ড করুন। এবার আপনার দুই হাত সামনে রেখে ভালো ভাবে স্ট্রেচ করুন। শেষে দুই হাত কাঁধ থেকে ১০ বার ঘড়ির অভিমুখে এবং ১০ বার বিপরীতে ঘুরিয়ে নিন। বেশ উপকার পাবেন।

কোমরের ব্যায়ামও করতে হবে: কোনওদিকে না বেঁকে সোজা হয়ে দাঁড়ান। তারপর কোমর থেকে ডান দিকে বেন্ড করুন। ১০ গুনে বিপরীতে ঝুঁকুন। ডান দিক এবং বাম দিকে ঝুঁকে ব্যায়াম করা হয়ে গেলে সামনে-পিছনেও একইভাবে বেন্ড করুন। এতে আপনার মেরুদণ্ডও সুস্থ থাকবে। আর শরীরের ওপরের অংশে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে। তাই মুখের জেল্লা উপচে পড়বে।

মেডিটেশন ভুলবেন না: এই ব্যায়ামগুলো করার পরে বেশ কিছুক্ষণ মেডিটেশন করুন। কারণ আপনার সারাদিনে অনেক পরিশ্রম হয়। মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করে। ত্বকেও এর প্রতিফলন চোখে পড়ে। তখন চোখের নিচে ডার্ক সার্কেল প্রকট হয়। মুখের জেল্লা হারিয়ে যায়। তাই এই সময়ে শরীর সুস্থ রাখতে এবং ত্বকের জৌলুস অটুট রাখতে দিনে অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। আপনি ভালো থাকবেন।

এই সম্বন্ধিত কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর:

১) খালি পেটে ব্যায়াম করতে হবে?

সকালে তিন থেকে চারটি ভেজানো আমন্ড খান। তারপরে ব্যায়াম শুরু করুন। উপকার পাবেন।

২) কতক্ষণ ব্যায়াম করা জরুরি?

অন্তত মিনিট ২০ ব্যায়াম করুন নিয়মিত।

৩) ব্যায়াম করার পরে করণীয় কী?

ব্যায়াম করার পরে পাঁচ মিনিট অপেক্ষা করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তারপর ব্রেকফাস্ট করবেন।

আমার বার্তা/জেএইচ

আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর জেনে নিন

আমরা প্রতিদিন যা করি, সেগুলোই আমাদের অভ্যাস। ভালো অভ্যাস যেমন শরীর ও মনের জন্য সুফল

সকালের খাবার কি সবচেয়ে ভারী হওয়া উচিত

সবার জীবনেরই ব্যস্ততা। এই ব্যস্ততার চাপে আমরা সঠিক সময়ে সঠিক খাবারটি খেতেই ভুলে যাই। এমনকী

ঝটপট ত্বকে উজ্জ্বলতা দেবে ডিমের ফেসপ্যাক

রূপচর্চায় ডিম ব্যবহার নতুন নয়। তবে মূলত, চুলের যত্নেই ডিম ব্যবহার করতে দেখা যায় বেশি।

প্রসাধনী ব্যবহারে সাবধান হোন

প্রসাধনী আমাদের সৌন্দর্যকে বাড়ায় এটা খুব সত্যি। তাই প্রসাধনীর প্রতি আমাদের আগ্রহ আর দুর্বলতা দুটোই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

রাষ্ট্র সংস্কারে ৪ কমিশনে নেতৃত্বে যারা

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আহত ৩৩

জাস এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর পথচলা শুরু

৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম

সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০০

আনুষ্ঠানিকভাবে এবার শেখ হাসিনার অবস্থান জানাল ভারত

ছাত্র আন্দোলনে রক্ত দিয়েও ন্যায়বিচার পাচ্ছে না জাতীয় পার্টি

স্বাস্থ্য-গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন

কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

হিট অফিসার মেয়েকে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক

বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

দাবি মানতে ১২ ঘণ্টার আল্টিমেটাম পল্লীবিদ্যুৎ কর্মীদের

ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

সেন্টমার্টিনে রাতযাপন বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ডেমরায় পুকুরে ডুবে প্রাণ গেল নারীর

বালাইনাশক সিন্ডিকেটের হোতা সায়েদুজ্জামানের বিচারের দাবিতে মানববন্ধন