ই-পেপার বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

জেনে নিন আপনার রেগে যাওয়ার কারণগুলো

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৬:৫৫

আমরা সবাই কখনো না কখনো রেগে যাই। কারও ওপর, নিজের ওপর, পরিস্থিতির ওপর, কিংবা কখনো এমনকি অজানা এক শূন্যতার ওপরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন রেগে যায়? রাগ কি কেবলই একটি আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে থাকে বহুস্তর বিশ্লেষণ, অতীত অভিজ্ঞতা, অসহায়ত্ব, অপূর্ণতা এবং একধরনের মানসিক প্রতিক্রিয়া?

যদি একে বুঝে না ওঠা যায়, চাপা দেওয়া হয় কিংবা ভুল পথে প্রকাশ করা হয়, তখন রাগ নিজেকে ও অন্যকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দরকার রাগের উৎস বোঝা, তা নিয়ন্ত্রণ করা এবং উপযুক্ত উপায়ে সেটি প্রকাশ করা। তবেই সম্ভব সম্পর্ক বাঁচানো, নিজেকে জানা এবং একটি সংবেদনশীল সমাজ গড়ে তোলা।

রাগ একধরনের সংকেত, যা বুঝিয়ে দেয় কোথাও কিছু একটা ঠিক নেই। হয় আপনি নিজে অসন্তুষ্ট, অথবা আপনার চারপাশের কেউ আপনাকে আঘাত করেছে। রাগ হচ্ছে একধরনের অভ্যন্তরীণ সংকেত, যা বলে, ‘দয়া করে আমাকে বুঝুন, আমি ব্যথিত।’ তবে রাগ দুর্বলতার চিহ্ন নয়; বরং এটি আমাদের মানসিক সংকটের সবচেয়ে জোরালো বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ আমরা কীভাবে ব্যবহার করি? একে আমরা যেভাবে ব্যবহার করি, সেটাই আমাদের মানুষ হিসেবে বুদ্ধিমত্তা ও সংবেদনশীলতার আসল পরিমাপ।

মানুষ কেন রেগে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে মনের অন্দরমহলে। যেখানে মিথ্যা, প্রতারণা, প্রত্যাখ্যান, অনিশ্চয়তা আর অসম্পূর্ণতা একে অপরের সঙ্গে গেঁথে তৈরি করে মানসিক চাপের কাঁচা মাটি। রাগ সেখানে যেন একপ্রকার আত্মরক্ষার ঢাল, যা দিয়ে মানুষ তার অস্বস্তি ঢাকতে চায়।

আত্মরক্ষা থেকে জন্ম নেয় রাগ

অনেক সময় মানুষ বিপন্ন বোধ করে বলে রেগে যায়। এটি শারীরিক বিপদ নয়, বরং মানসিকভাবে অপমানিত, হুমকিপূর্ণ বা ভয় পাওয়া অবস্থার প্রতিক্রিয়া। কেউ যদি মিথ্যা বলে বা সত্য গোপন করে, তখন সেই মিথ্যার ফাঁদে পড়ে মানুষ নিজেকে প্রতারিত মনে করে। এমন অবস্থায় রাগ জন্ম নেয় একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে।

অবমূল্যায়ন আর অপূর্ণতা

যখন কেউ নিজের চাওয়া-পাওয়া, স্বপ্ন বা অর্জনকে তুচ্ছ করে দেখায়, তখন আমাদের ভেতরের আত্মপরিচয়টা যেন হোঁচট খায়। একধরনের অপূর্ণতা থেকে জন্ম নেয় ক্ষোভ। ‘আমাকে গুরুত্ব দেয়নি’, ‘আমার কথা শুনল না’, ‘আমি যথেষ্ট নই’—এসব ধারণা থেকে রাগ ধীরে ধীরে মাথাচাড়া দেয়। রাগ তখন আর বাহ্যিক নয়, হয়ে ওঠে একান্তই নিজের মধ্যে বন্দী এক যুদ্ধ।

প্রতারণা এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা

মানুষ তখনো রেগে যায়, যখন তারা উপলব্ধি করে যে কেউ তাদের নিয়ন্ত্রণ করছে, বা তাদের সঙ্গে প্রতারণা করছে। মিথ্যা বলা, তথ্য লুকানো, বা অন্যকে দোষ চাপানো—এসব ব্যবহারে মানুষ নিজেকে খেলনার মতো ব্যবহৃত মনে করে। এই অনুভূতি অত্যন্ত তীব্র ও অপমানজনক। ফলে রাগ এসে পড়ে গা ঝাড়া দিয়ে।

ব্যর্থতা, লজ্জা ও দায় এড়ানোর প্রবণতা

রাগ অনেক সময় জন্ম নেয় নিজের ওপর। আমরা যখন জানি কিছু করিনি, অথচ করা উচিত ছিল, তখন নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আমরা রেগে উঠি। কখনো দোষ স্বীকার না করে, রাগ দিয়ে ঢাকার চেষ্টা করি সেই ব্যর্থতাকে। মিথ্যার আশ্রয়, দায়িত্ব এড়ানো, বা কাজ ফেলে রাখা—এসব আত্মপ্রতারণা আমাদের মধ্যে জমতে থাকা রাগের এক-একটি স্তর।

প্রত্যাখ্যান ও অবহেলার প্রতিক্রিয়া

ভালোবাসা না পেয়ে বা অবহেলার অনুভূতি থেকে মানুষ রেগে যায়। এমনকি খুব সাধারণ ভুল-বোঝাবুঝিও গভীর ক্ষোভে রূপ নিতে পারে, যদি কারও অনুভূতি গুরুত্ব না পায়। তখন রাগ হয়ে ওঠে একটি আর্তনাদ—‘আমাকে বোঝো’, ‘আমাকে দেখো’।

আকাঙ্ক্ষা ও ঈর্ষা

কারও সাফল্য, অন্যের জনপ্রিয়তা বা ভালোবাসা—এসব যখন কারও মধ্যে গভীর কামনা বা ঈর্ষা তৈরি করে, তখনো মানুষ রেগে যায়। এই রাগ বাইরের নয়, ভেতরের। যেমন কেউ যদি মিথ্যা বলে নিজেকে ওপরে তুলতে চায়, বা অন্যের থেকে ভালো দেখাতে চায়, তাহলে রাগ জন্ম নেয় গভীর হীনম্মন্যতা থেকে। এই রাগে থাকে ঈর্ষা, অপূর্ণতা ও অপরাধবোধ।

অভ্যাসগত প্রতিক্রিয়া

সবশেষে, রাগ অনেক সময় আসে অভ্যাসবশত। অনেক মানুষ এমন পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে রাগ ছিল সমস্যার একমাত্র প্রতিক্রিয়া। মিথ্যা, ধোঁকা, অবহেলা—সবকিছুতে রাগই তাদের ‘স্বাভাবিক’ প্রতিক্রিয়া হয়ে যায়। এমন পরিস্থিতিতে তারা উপলব্ধি করতে পারে না যে কোথা থেকে রাগটা আসছে, কেন আসছে।

সূত্র: এভরিডে হেলথ, হেলথ ডটকম, সাইকো সেন্ট্রাল

আমার বার্তা/এল/এমই

মাছের টিকিয়া তৈরির রেসিপি

মাছ তো নানাভাবে রান্না করে খাওয়াই হয়। বিশেষ করে ভাজা বা ঝোল রান্না সবারই পরিচিত।

রাগ নিয়ন্ত্রণে যে সকল পদক্ষেপ নিবেন

হঠাৎ করেই রাগ হয়ে যায়, কেউ কিছু বললেই কেমন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোনো কথারই

সুস্থ কিডনির জন্য কোন পানীয় ভালো?

কিডনি সুস্থ রাখার জন্য পানি অবশ্যই সেরা পানীয়, তবে আরও অনেক পানীয় রয়েছে যা কিডনিকে

দীর্ঘসময় রুটি থাকবে নরম ও তুলতুলে

বাঙালির ভাতের পর সবচেয়ে পছন্দের খাবার হলো রুটি। শর্করা জাতীয় এই খাদ্য হিসেবে রুটি অনেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি: ড. ইউনূস

আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: সাকি

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

সাবধান: ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

১১ ধারা-উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে