ই-পেপার শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কালেমা খচিত কালো পতাকা নিয়ে যা জানা গেল

আমার বার্তা অনলাইন:
০৭ অক্টোবর ২০২৪, ১১:১৬

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি, ইসলামি খেলাফত কায়েমেরও দাবি তুলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কালেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিলের ঘটনা ঘটেছে। তবে কেউ কেউ দাবি করেছেন, এই পতাকা ইসলামি জঙ্গিগোষ্ঠীর। আরেকটি পক্ষ এটিকে কোনো রাজনৈতিক দলের ইন্ধনেই এসব করা হয়ে থাকতে পারে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যারা কালো পতাকা নিয়ে মিছিল করছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান বলেন, হিযবুত তাহ্‌রীর নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। এ কারণে তারা প্রকাশ্যে মাঠে নামতে পারে না। তাই অতর্কিতভাবে নামার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।

এক সাংবাদিকের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রোববার (৬ অক্টোবর) দুপুরে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে কালো কালিমা খচিত পতাকা নিয়ে স্কুল- কলেজের শিক্ষার্থীরা মিছিল করছে। মিছিলটি বের করে ‘সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের’ ব্যানারে। মিছিলে শিক্ষার্থী হাতে কালো কালেমা লেখা পতাকা পাশাপাশি বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকাও ছিল। মিছিলের ব্যানারে লেখা ছিল- হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদ। এছাড়া সেই মিছিলে শ্লোগান দিতে শোনা গেছে, ‘মুক্তির এক পথ, খিলাফত-খিলাফত’, ‘তুমি কে আমি কে, মুসলমান-মুসলমান’। এছাড়া গত সপ্তাহে ঢাকার নটরডেম কলেজ, ঢাকা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা আলাদা আলাদা মিছিল বের করতে দেখা গেছে। মিছিলে তাদের হাতে একই ধরনের পতাকা ছিল।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখা গেছে, গত শুক্রবার কিশোরগঞ্জে ‘তৌহিদি জনতার’ ব্যানারে কিশোরগঞ্জ শহীদি মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলে কেউ কেউ নবীজির কটূক্তির প্রতিবাদ ছাড়াও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি দিচ্ছিল। তবে স্থানীয়রা জানান, ওই মিছিলে বাহিরের কিছু লোক ঢুকে গিয়েছিল, তাদের কারও কাছে কালো পতাকা, গলায় কালারফুল মাফলারও পরিহিত ছিল। এদিকে, ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির ওই ভিডিওর তথ্য যাচাইয়ে পর ফেসবুকে জানান, ওইদিন সেই মিছিলে কথিত ইসলামিক স্টেট বা ‘আইসিসের’ সঙ্গে সামঞ্জস্য পতাকা উড়ানো হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাফি মো. মোস্তফা বলেন, কালো পতাকা ব্যবহার করতে দেখি কথিত ইসলামিক স্টেট বা ‘আইসিস’ গোষ্ঠীকে। তাই বাংলাদেশে এখন এই ধরনের পতাকার ব্যবহার করলে, এক ধরনের ট্যাগিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা থাকবেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মাসুদ করিম বলেন, আমরা এই বিষয়টি নিয়ে ক্লোজ মনিটরিং করছি। এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে সেটাও তদন্ত করছি। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন অনেকে আছে যাদেরকে আমরা ওয়াচে রেখেছি।

ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, এতদিন বিভিন্নভাবে আড়ালে আবডালে থাকার পর এখন তারা মাঠে আসার চেষ্টা করছে। আমরাও আমাদের আইনি ব্যবস্থা নিশ্চিত করছি। তবে এসব সংগঠনকে প্রতিহত করতে হলে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

আমার বার্তা/জেএইচ

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি ও জামায়াতকে। সংশ্লিষ্ট সূত্র

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও

জটিলতা সৃষ্টি করে মান-অভিমান গ্রহণযোগ্য না: আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন,

সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যে ২৪ রাজনীতিবিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। ওই সময় দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৬ ফিলিস্তিনি

২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

জটিলতা সৃষ্টি করে মান-অভিমান গ্রহণযোগ্য না: আনু মুহাম্মদ

জবিতে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

গজারিয়ায় জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন: এবি পার্টি

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে

অনেকে সমালোচনা করেন, অথর্ব বলেন, এটা ভালো ইম্প্রেশন দেয় না

সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যে ২৪ রাজনীতিবিদ

বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত

ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী

রাবির সেই শিক্ষককে বরখাস্ত, ছাত্রীকে বহিষ্কার

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

আমরা আপনাদের পদত্যাগ চাই না, প্রধান উপদেষ্টাকে ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

জুলাই বিদ্রোহের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন: তাসনিম জারা

তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি