ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এই মুহূর্তে ডটকম থেকে প্রকাশিত ‘দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিল পাকিস্তানি চর মোল্লা ইউনুসের আরও তিন উপদেষ্টা’ শীর্ষক আপত্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এই মুহূর্তে ডটকমে প্রকাশিত ‘দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিল পাকিস্তানি চর মোল্লা ইউনুসের আরও তিন উপদেষ্টা’ শীর্ষক একটি সংবাদ নৌপরিবহন মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। ওই সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সর্বৈভ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
উপদেষ্টা শেখ মুজিবুর রহমানের ছবি রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার কোনো নির্দেশনা দেননি এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে কোনো বিবৃতি প্রদান করেননি। নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত এ মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং ওই ভুয়া সংবাদ প্রত্যাহারপূর্বক সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানাচ্ছে।
আমার বার্তা/জেএইচ