তাবলীগ জামাতের সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থি আলেমরা। বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদের দাবি ছিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে।
আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন আইনানুগ ব্যবস্থা নিতে তারা কালবিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবেন না। আমরা তাদের এ আশ্বাসের ওপর আস্থা রাখতে চাই।
বুধবার (১৮ ডিসেম্বর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এ দাবি জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহত হওয়ার পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বসেন উপদেষ্টাদেরা।
বৈঠক শেষে মামুনুল হক বলেন, এটি সংঘর্ষ ছিল না, এটি ছিল এক পক্ষের হামলা। সাদপন্থির লোকেরা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদের হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা যখম করেছে। এই বিষয়টি একেবারে স্পষ্ট এটি কোনো সংঘর্ষ ছিল না। এটি ছিল একপক্ষীয় হামলা।
তিনি বলেন, আমরা এই হামলার পরিপ্রেক্ষিতে জোরদারভাবে জানিয়েছি— এই হামলার আগে থেকে কারা কারা জড়িত সেই প্রমাণ ইতোমধ্যে জনসমক্ষে চলে এসেছে। কারা সেখানে গেট ভেঙে, বাউন্ডারি ভেঙে, সীমানা প্রাচীর ভেঙে ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে।
তিনি আরও বলেন, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দাবি ছিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার আমরা যেন দেখতে পাই। আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন আইনানুগ ব্যবস্থা করতে তারা কাল বিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবেন না। আমরা তাদের এ আশ্বাসের ওপর আস্থা রাখতে চাই৷
মাওলানা মামুনুল হক এক প্রশ্নের জবাবে বলেন, জোবায়েরপন্থিদের ইজতেমা অবশ্যই হবে কিন্তু সাদপন্থিদের ইজতেমার আর কোনো সুযোগ নেই।
আগামীকাল বৃহস্পতিবার টঙ্গীর তুরাগতীর অভিমুখে যে লংমার্চ কর্মসূচি ছিল তা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকরাইলে মুরুব্বি আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো যাবে।
আমার বার্তা/এমই