সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ।
রোববার (৫ জানুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, আগামী দিনে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও কার্যকর হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমাজের অনগ্রসর অংশকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এবং শিশু ও নারীদের মাতৃসেবা ও স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে আলজেরিয়ার সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে আরও বেগবান করবে।
উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বহুমুখী চ্যালেঞ্জের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যের ওপর পড়ছে, পাশাপাশি অভ্যন্তরীণ মাইগ্রেশন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং জানান, পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আলজেরিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে এ সম্পর্ক দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং দেশের শান্তি ও উন্নয়নের জন্য তার সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
রাষ্ট্রদূত ড. সাইদানি জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ অগ্রগতির জন্য শুভকামনা জানান।
আমার বার্তা/এমই