ই-পেপার শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চীন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত: সিএমজিকে ড. ইউনূস

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৮
সম্প্রতি চীন সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।

চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের বড় রকমের সংস্কার দরকার। তিনি বলেন, চীন সরকার, চীনা ব্যবসায়ী ও জনগণ সবার কাছ থেকে বড় ধরনের সমর্থন পাওয়া গেছে। এই সমর্থন খুবই দরকারি। এটা আনন্দেরও। সব মিলিয়ে সাম্প্রতিক চীন সফর সুন্দর ও সফল হয়েছে বলে মনে করেন তিনি।

প্রায় এক দশকেরও আগে চীন সফরে এসে দেশটির গ্রামাঞ্চলের নারীদের দরিদ্রতা দেখেছিলেন ইউনূস। তিনি বলেন, পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো, মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা।

ড. ইউনূস বলেন, যার কাজ সে করবে সমাজ তাকে সহযোগিতা করবে, যেন সে এগিয়ে যেতে পারে। ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি বলেন, এই অর্থ তাদের কাছে একটা শক্তি, এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব।

নিজের তিন শূন্য তত্ত্ব ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নতুন শৈলীর আধুনিকায়ণ তত্ত্বের মিল প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিষয়গুলো একই। অনেক সামঞ্জস্য রয়েছে, যা আমরা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে। পুরনো পৃথিবীকে যতই টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, তা সফল হবে না। বরং সুন্দন নতুন এক পৃথিবীর জন্য যে কাঠামো ও তত্ত্ব প্রয়োজন তার আলোকে নতুন চিন্তার কাঠামো গড়ে নতুন এক পৃথিবী গড়ে তোলা উচিত।

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে তার সফল আলোচনা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার। চীন তাতে আগ্রহী এবং প্রেসিডেন্ট শি চেষ্টা করবেন তা বাংলাদেশকে যথাসময়ে পৌঁছে দিতে।

তিনি বলেন, অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আজকে সবার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কী করা যায় তা পর্যবেক্ষণ করবেন।

ড. ইউনূস আরও বলেন, ‘চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বন্ধুত্ব কাজে লাগাবো।’

দুদেশের সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কীভাবে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ করা যায়।

তিনি জানান, এবারের সফরের উদ্দেশ্য ছিল সম্পর্ক আরও মজবুত করা। সেজন্য রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গেও তার বৈঠক হয়েছে। চীন যেকোনও পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন করতে চায় বলে জানান অধ্যাপক ইউনূস।

এই সাক্ষাৎকারের সময় ড. ইউনূসের সঙ্গে ছিলেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক দু। তিনি চীনের গ্রামীণ নারীদের জীবনমানের উন্নয়নে ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করছেন।

আমার বার্তা/এমই

শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেশটির

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কহার নিয়ে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

বিভেদ না করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করুন: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সম্প্রীতি বজায় রাখুন, যে সম্প্রীতি আমাদের মধ্যে কোনো

প্রেস সচিবের বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সেরেছেন প্রধান উপদেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন ড. ইউনূস

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঈদের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

এক যুগ পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

জনগণ দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়

বিভেদ না করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করুন: সুপ্রদীপ চাকমা

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য বিরল ফতোয়া জারি

লন্ডনে ‘দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র আত্মপ্রকাশ

পদত্যাগ করলেও ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন ইলন মাস্ক!

চিকেনস নেকে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত

স্থান পরিবর্তনে ঠান্ডা, কাশিতে হলে করণীয়

দে‌শে খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই: খাদ্য উপ‌দেষ্টা

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ও বিদেশি মালামালসহ গ্রেপ্তার ৫

জাজিরায় আ.লীগের দুই গ্রুপের ককটেল বোমা বিস্ফোরণ, আহত ১৫

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খাঁন

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হলে করণীয়

মিয়ানমারে ভূমিকম্প : প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ

প্রেস সচিবের বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত