ই-পেপার বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবৈধ পথে ইউরোপ যাত্রা: আর কত প্রাণহানি?

সাদিয়া সুলতানা রিমি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩
আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬

বিশ্বায়নের এই যুগে উন্নত জীবনের আশায় এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। তবে অনেক ক্ষেত্রেই অভিবাসনপ্রত্যাশীরা বৈধ উপায়ে ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ব্যর্থ হন। ফলে তারা ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপসহ অন্যান্য উন্নত দেশে যাওয়ার চেষ্টা করেন। দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই বিপজ্জনক যাত্রায় অংশ নেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, এবং অসংখ্য মানুষ প্রাণ হারান সাগর, মরুভূমি ও পাচারকারীদের হাতে। অবৈধ অভিবাসন এখন একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন ও এক ভয়ংকর বাস্তবতার সৃষ্টি করছে।

অবৈধ অভিবাসনের কারণ

অবৈধ অভিবাসনের পেছনে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ কাজ করে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো—

১. দারিদ্র্য ও বেকারত্ব

উন্নয়নশীল দেশের বহু মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। কর্মসংস্থানের অভাব ও ন্যূনতম জীবিকা নির্বাহের সুযোগ না থাকায় তারা ইউরোপের মতো দেশগুলোতে একটি নিরাপদ ও স্বচ্ছল জীবনের আশায় যাত্রা করে। বৈধ উপায়ে ইউরোপে যাওয়ার সুযোগ সীমিত হওয়ায় তারা মানব পাচারকারী চক্রের সহায়তায় অবৈধ পথ বেছে নেয়।

২. রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ ও সংঘাত লেগে আছে। সিরিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ইউরোপের দিকে ছুটছেন।

৩. মানব পাচার ও প্রতারণা

আন্তর্জাতিক মানব পাচার চক্র এই অবৈধ অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে। তারা উন্নত জীবনের লোভ দেখিয়ে মানুষকে বিপজ্জনক পথগুলোতে ঠেলে দেয়। অনেক সময় অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

৪. আইনি অভিবাসনের কঠিন শর্ত

অনেক দেশেই বৈধ উপায়ে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ফলে দরিদ্র মানুষদের জন্য এই সুযোগ প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

অবৈধ অভিবাসনের ভয়াবহ পরিণতি

অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান। এর প্রধান ভয়াবহ পরিণতিগুলো হলো—

১. ভূমধ্যসাগরে নৌকাডুবি

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ভূমধ্যসাগরে। ছোট ও নড়বড়ে নৌকায় করে হাজার হাজার মানুষ সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এসব নৌকা অতিরিক্ত যাত্রী বহন করায় প্রায়ই ডুবে যায়, আর এতে শত শত মানুষ সাগরে প্রাণ হারান। জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNHCR) তথ্য অনুযায়ী, প্রতি বছর কয়েক হাজার মানুষ এই বিপজ্জনক যাত্রায় সাগরে ডুবে মারা যায়।

২. সাহারা মরুভূমিতে মৃত্যু

যারা স্থলপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, তাদের অনেকেই সাহারা মরুভূমি অতিক্রম করতে গিয়ে প্রাণ হারান। প্রচণ্ড গরম, পানির অভাব ও চরম প্রতিকূল পরিবেশের কারণে এখানে অসংখ্য মানুষ মারা যান। অনেক সময় পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের মরুভূমিতে ফেলে রেখে চলে যায়, ফলে তারা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হন।

৩. পাচারকারীদের নির্মমতা

মানব পাচারকারী চক্রের হাতে অসংখ্য অভিবাসনপ্রত্যাশী নির্মম অত্যাচারের শিকার হন। অনেক সময় তারা জিম্মি হয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ফাঁদে পড়েন। নারীরা যৌন নির্যাতনের শিকার হন, আর অনেককে দাসত্বের জীবনযাপনে বাধ্য করা হয়।

৪. ইউরোপের কঠোর নীতি ও বন্দিত্ব

যারা ভাগ্যক্রমে ইউরোপে পৌঁছাতে সক্ষম হন, তাদের অনেকেই সীমান্তে আটক হন এবং শরণার্থী শিবিরে বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করেন। ইউরোপীয় ইউনিয়নের কড়াকড়ির কারণে অবৈধ অভিবাসীদের অধিকাংশকেই দেশে ফেরত পাঠানো হয় বা আটক করে রাখা হয়।

সমস্যার সমাধানের উপায়

অবৈধ অভিবাসন রোধ করতে হলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কয়েকটি সম্ভাব্য সমাধান হলো—

১. সচেতনতা বৃদ্ধি

অবৈধ পথে অভিবাসনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। গ্রাম ও শহরাঞ্চলে প্রচার চালিয়ে বোঝাতে হবে যে এই যাত্রা কতটা বিপজ্জনক ও জীবনহানির কারণ হতে পারে।

২. মানব পাচার রোধ

আন্তর্জাতিকভাবে মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাচারকারী দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

৩. বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি

যদি উন্নত দেশগুলো বৈধ অভিবাসনের সুযোগ সহজ করে দেয়, তাহলে অনেক মানুষ অবৈধ পথে ঝুঁকি নেবে না। দক্ষ শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা যেতে পারে।

৪. স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন

দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশগামীদের জন্য দেশে যথাযথ প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দিলে তারা ঝুঁকিপূর্ণ যাত্রার চিন্তা করবে না।

৫. আন্তর্জাতিক সহযোগিতা

বৈশ্বিক পর্যায়ে এই সংকট মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।

অবৈধ পথে ইউরোপ যাত্রার ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান, যা একটি ভয়াবহ মানবিক সংকট। উন্নত জীবনের আশায় মানুষ নিজের জীবনকেই বিপদের মুখে ঠেলে দেয়। তবে সচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই সমস্যা কিছুটা হলেও সমাধান করা সম্ভব। সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে। অন্যথায়, অবৈধ অভিবাসনের ভয়াবহ পরিণতি চলতেই থাকবে, এবং আরও অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটবে সাগরে, মরুভূমিতে ও পাচারকারীদের হাতে। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যেন আর একটি প্রাণও অবৈধ অভিবাসনের বলি না হয়।

লেখক : শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ।

আমার বার্তা/জেএইচ

ফিতরা ইসলামের মহান দান এবং সমাজের জন্য কল্যাণকর ব্যবস্থা

রমজানের সিয়াম সাধনার শেষে মুসলিম উম্মাহর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাদাকাতুল ফিতর (ফিতরা)। এটি

রাখাইন পরিস্থিতি ও বাংলাদেশ – প্রত্যাশা ও প্রস্তুতি

আরাকানের জনগণের বহু বছর ধরে চলা স্বাধীনতার সংগ্রাম বর্তমানে কিছুটা আলোর মুখ দেখছে। স্বাধীনতা হারানোর

সমাজের বিবেক জাগ্রত হবে কবে

মানবসভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে সমাজ, নৈতিকতা এবং মূল্যবোধের বিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সভ্যতার শুরু থেকেই মানুষ

ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ দেশের দূর্বল আইন ব্যবস্থা

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। গণমাধ্যম, মানবাধিকার সংস্থা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্মি নারী ও শিশুদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা

অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

পাকিস্তানে ট্রেনে হামলা: অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

চিকিৎসকদের মহাসমাবেশ আজ, বন্ধ থাকবে আউটডোর-ইনডোর সেবা

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ফিতরা ইসলামের মহান দান এবং সমাজের জন্য কল্যাণকর ব্যবস্থা

বিসিবির সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

সরকার প্রধানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংবাদিক রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬ জন

পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রীকে হত্যার ‍হুমকি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ৪ দাবি জামায়াত আমিরের

সরাইলে সত্যের দিশারী সংগঠনের ১০ টাকার ইফতার বাজার

সাত বিষয়কে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল