ই-পেপার বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৫, ১০:২৬

  • লিভারপুল ০ (১) - ১ (১) প্যারিস সেইন্ট জার্মেইন
  • টাইব্রেকারে পিএসজি ৪-১ ব্যবধানে জয়ী

পেট্রোডলারের পিএসজি ভেঙেছে আগেই। নেইমার, ডি মারিয়া, মেসি, এমবাপে কিংবা সার্জিও রামোসদের সেই জৌলুশ ছড়ানো প্যারিস সেইন্ট জার্মেইন নেই। তবে ফুটবলের মূল ব্যাকরণ যেটা, সেই দিকে প্যারিসের ক্লাবটি মনোযোগ দিয়েছে জোরেশোরে। লুইস এনরিকের অধীনে পিএসজি কতটা ভয়ানক হতে পারে সেটার একটা নমুনা গেল চ্যাম্পিয়ন্স লিগেই দেখেছিল ইউরোপ।

তবে সেটা সবচেয়ে ভালোভাবে টের পাওয়া গেল এবারের আসরে। লিভারপুলের অপ্রতিরোধ্য যাত্রার কথা কে না জানে। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগে একপ্রকার রাজত্বই করছিল আর্নে স্লটের দল। সেই দলটাকেই দুই লেগে রীতিমত অসহায় করে রেখেছে। প্রথম লেগে ঘরের মাঠে হেরেও শেষ পর্যন্ত লিভারপুলেরই ডেরা অ্যানফিল্ডে এসে পেয়েছে জয়।

সেই জয়টাও অবশ্য কম নাটুকে ছিল না। ওসমান ডেম্বেলের গোলে ১-০ গোলে জিতে আগে অ্যাগ্রিগেটে এনেছে সমতা। এরপর পাক্কা ১২০ মিনিটের ফুটবলীয় লড়াই শেষে টাইব্রেকারে লিভারপুলের হৃদয় ভেঙেছে পিএসজি।

প্লে-অফ খেলে আসা পিএসজির কাছে দুই লেগেই আর্নে স্লটের দল বলতে গেলে খাবি খেয়েছে। গত সপ্তাহে প্রথম লেগে জয়টা এসেছিল অ্যালিসন বেকারের অতিমানবীয় পারফরম্যান্স আর হার্ভে এলিয়টের শেষ দিকের গোলে। কিন্তু এদিনের স্ক্রিপ্ট ছিল ভিন্ন। ১২ মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি।

আর শেষদিকে পেনাল্টিতে নায়ক বনে যান জিয়ানলুইজি ডোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে ও দিসায়ার দুয়ে। আর ডোনারুম্মা একাই ঠেকিয়ে দেন ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সকে। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করে প্যারিসিয়ানরা।

লিভারপুলের পক্ষে এদিন সহজ সুযোগ মিস করার কষ্টটা নিয়েই মাঠ ছেড়েছেন মোহাম্মদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ড ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি। লিভারপুল আরও দুই গোলের সুযোগ তৈরি করে প্রথম ১০ মিনিটের মধ্যে। কিন্তু কাজে আসেনি তা।

বিপরীতে ১২ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ক্লিয়ার করতে পারেননি সেই বল। আলতো টোকায় গোল করেন ডেম্বেলে। প্রথমার্ধে এরপর লিভারপুল একাধিকবার আক্রমণে উঠেও সুবিধা করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের জালে বল পাঠায় লিভারপুল। কিন্তু লাইন্সম্যান জানান দেন অফসাইডের। থেমে যায় অ্যানফিল্ডের গর্জন। দুই লেগের লড়াইয়ে পুরোটা সময় জুড়ে গোলরক্ষকদের একের পর এক সেইভ ছিল চোখে লেগে থাকার মতোই।

যদিও শেষ পর্যন্ত কাজের কাজ করেছেন ডোনারুম্মাই। ঠেকিয়েছেন দুই পেনাল্টি। ২০২০ সালে এই ইংল্যান্ডেই পেনাল্টি শ্যুটআউট বীরত্বে জিতেছিলেন ইউরো শিরোপা। ২০২৫ সালে এসে সেই একই স্নায়ুচাপের লড়াইয়ে আবার জিতে ফিরলেন তিনি।

আমার বার্তা/জেএইচ

বিসিবির সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের মানুষের সখ্যতা কতটা গভীর, সেটি পুরো বিশ্ব জানে। ক্রিকেট নিয়ে এই দেশের

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদে

পন্টিং-স্টিভ ওয়াহকে সরিয়ে সর্বকালের সেরা অধিনায়কের আসনে রোহিত

ক্রিকেটের দুনিয়ায় অধিনায়কের গুরুত্বটাই আলাদা। খেলার মাঠে ক্রিকেটে একজন অধিনায়কের উপস্থিতিই অনেকটা সময় বদলে দেয়

চলতি বছরে সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন, বাকিরা কত

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এ ছাড়াও টেস্ট ক্রিকেটে বাড়তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে ইমামের পা হারানোর ঘটনায় ওসিসহ ৩১ জনের নামে মামলা

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতির দায় স্বীকার

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকটের বড় অগ্রগতি আসতে পারে

গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল

মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে: প্রেস সচিব

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন

কিডনি দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিএমপির সম্মতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করল সরকার

বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়

বিমানবন্দরে হজের মোয়াল্লেমকে তল্লাশি, অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বিনামূল্যে টিন বিতরণ

বাধা উপক্ষে করে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান-লাঠিচার্জ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে

ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন

পাঁচ দফার এক দফা পূরণ হয়েছে, এখনি সেবায় ফিরে যাব না