ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে ২-৩ দিন আগে। এবার উয়েফার আরও দুটি টুর্নামেন্ট ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেরও চূড়ান্ত দল নিশ্চিত হয়েছে। দুই লিগের ফাইনালে চার দলের তিনটিই (ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যাম) ইংলিশ প্রিমিয়ার লিগের। বাকি একটি স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস।
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের চারটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্স লিগের এক সেমিফাইনালে মুখোমুখি হয় স্পেনের রিয়াল বেটিস ও ইতালির ফিওরেন্টিনা। ফিরতি লিগের ম্যাচটি হয়েছে ফিওরেন্টিনা মাঠে। ২-২ গোলে ড্রয়ের পথে বেটিসের পক্ষে একটি করে গোল করেন অ্যান্টনি ও আব্দে এজালজুই। বিপরীতে স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন রবিন গোসেন। পিছিয়ে পড়ার পর ফিওরেন্টিনা লিড নিলেও পরে অতিরিক্ত সময়ের গোলে ম্যাচে ফেরে বেটিস। দুই লেগ মিলিয়ে ৪-৩ এগ্রিগেটে স্প্যানিশ ক্লাবটিই ফাইনালে উঠল।
কনফারেন্স লিগের আরেক সেমিফাইনালে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে সুইডিশ ক্লাব জুরগার্ডেন্সকে আতিথ্য দেয় চেলসি। ম্যাচের মাত্র ৩৮ মিনিটেই ডিউসবারি হলের গোলে লিড নেয় চেলসি। এরপর আর গোল না হওয়ায় সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। সেমিফাইনালের প্রথম লেগেও তারা জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। ফলে তারা ফাইনাল নিশ্চিত করেছে ৫-১ এগ্রিগেটে। এটি চেলসির ইতিহাসে অষ্টম ইউরোপীয়ান ফাইনাল। সর্বশেষ ২০২১ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছিল।
এদিকে, ইউরোপা লিগের দুই সেমিফাইনালে জিতেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকের বিপক্ষে ইউনাইটেড জয় পেয়েছে ৪-১ এবং এগ্রিগেটে ৭-১ ব্যবধানে জয় তাদের ফাইনাল নিশ্চিত করেছে। সেমিফাইনালের ফিরতি লেগে গতকাল ইউনাইটেডের পক্ষে দুটি গোল করেন ম্যাসন মাউন্ট। একটি করে গোল আসে ক্যাসেমিরো ও রাসমুন্ড হয়লুন্দের কাছ থেকে। বিপরীতে একটি গোল করে মিকেল জোরেগিজার অ্যাথলেটিক ক্লাবের পক্ষে কেবলই ব্যবধানই কমিয়েছেন।
ইউরোপা লিগের আরেক সেমিফাইনালে নরওয়ের এস্পমাইরা স্টেডিয়ামে স্বাগতিক বোডো/গ্লিমটকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেছেন ডমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো। দুটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। এর আগে প্রথম লেগে টটেনহ্যাম বোডো/গ্লিমটকে ৩-১ গোলে হারিয়েছিল। এগ্রিগেটে টটেনহ্যাম হটস্পাররা জিতল ৫-১ ব্যবধানে।
উল্লেখ্য, পোল্যান্ডের এস্তাদিও মিউনিসিপ্যাল ডি রোকলোতে আগামী ২৮ মে কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও রিয়াল বেটিস। অন্যদিকে, ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে টটেনহ্যামের। ম্যাচটি হবে ২১ মে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মেমেস স্টেডিয়ামে।
আমার বার্তা/জেএইচ