সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (৯ মে) রাঙামাটির রাজবন বিহার কমপ্লেক্সে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং জনগণকে আত্মনির্ভরশীল করে তুলতে চায়। এর মাধ্যমে দেশের মানুষ যেন তাদের ভাগ্য বদলাতে পারে, সেটাই সরকারের লক্ষ্য।
উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রের সম্পদ রক্ষা ও অপচয় রোধে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে ক্ষতিকর ও দুষ্টুচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ধর্মীয় আলোচনায় অংশ নিয়ে সুপ্রদীপ চাকমা বলেন, যারা সৎকর্ম করেন, তাদের মৃত্যু নেই। সৎ চিন্তা ও কর্মের মাধ্যমেই জীবনের সার্থকতা আসে। তিনি বলেন, একজন মানুষের জীবন তখনই পূর্ণতা পায়, যখন তিনি সব প্রাণীর মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেন।
অনুষ্ঠানে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার আত্মার শান্তি কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, জীবন, কর্ম ও মৃত্যু—সবই আমাদের চিন্তার বিষয়। যিনি যেমন কর্ম করবেন, তেমন ফলই ভোগ করবেন। তাই সকলকে ন্যায়পথে থাকার ও ভাল কাজে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।
উৎসবে তিনি নিজে দান দাতব্য কার্যক্রমে অংশ নেন এবং বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করেন। সেখানে মৈত্রীর বার্তা ছড়িয়ে দিয়ে সব প্রাণীর সুখ ও শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে তার সহধর্মিণী নন্দিতা চাকমা উপস্থিত ছিলেন।
বৈশাখী পূর্ণিমার ধর্মীয় এই অনুষ্ঠানে ত্রিপিটকের পাঠ এবং গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার ওপর আলোচনা হয়। এ সময় রাজবন বিহারের বিভিন্ন ভিক্ষু, যেমন সৌরজগৎ ভান্তে, মঙ্গল তিষ্য, দীপবংশ, ধম্যানু ও মগ লায়ন ভিক্ষু বক্তব্য রাখেন।