বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেডের কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের অফিসিয়াল ক্লাব ভিজিট ও ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয় এবং পরবর্তীতে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ (বাংলাদেশ)-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি একেএম সামছুল হুদার নিকট কার্যক্রম হস্তান্তর করা হয়।
রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল এডভাইজর (রিপসা) টিমে উপস্থিত ছিলেন ডি-৩২৮১ এর এডভাইজর পাস্ট প্রেসিডেন্ট ফজলে রাব্বি মোপাসা, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি দাতা মাগফুর, পিপি মাহমুদুল হাসান, কো-কোঅর্ডিনেটর পিপি জহিরুদ্দিন বাবর এবং পিপি তসলিম জামান নয়ন।
রিপসা টিমের সদস্যবৃন্দ ক্লাবের কর্মকাণ্ডকে রোটারি অঙ্গনে অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই ক্লাবে এখনও ছয়জন চার্টার সদস্য এবং দুইজন গর্বিত পিডিজি সদস্য আছেন, যাদের অবদান রোটারি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবটি নিয়মিত মিটিং ও দৃশ্যমান প্রজেক্টের মাধ্যমে সক্রিয়ভাবে রোটারি কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের চার্টার মেম্বার ও পিপি ইফতেখার হোসেন এফসিএ, পিপি এস এম হোসাইন শাহি, পিপি নিজামুল ইসলাম, পিপি মো. মনসুর আলম, পিপি মো. মনিরুল হক, পিপি সেলিম সোলায়মান, পিপি হোসনে আরা চৌধুরী, পিপি আখতার জাহান, আইপিপি মোহাম্মদ মামুনুর রশীদ এবং প্রেসিডেন্ট ইলেক্ট তোফায়েল আহমেদ সিন্টু।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে রোটারিয়ানরা রোটারি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট মূলত শিক্ষা সহায়তামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ক্লাবের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা ছাড়াও, ঢাকার মিরপুরে বিএমআইএস, বশির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও কাশিনাথপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও ক্লাবের আরসিসি কাশিনাথপুরে নারীদের স্বনির্ভর করতে সেলাইমেশিন বিতরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ নানা সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আমার বার্তা/এমই