ই-পেপার সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

ডিজিটাল যুগে গোপনীয়তা সংকটে আমরা কতটা নিরাপদ

নিশাত অর্নি:
২৮ মার্চ ২০২৫, ১২:৩৮

বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে। কয়েক সেকেন্ডেই আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে পারি, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তেই যুক্ত হতে পারি সারা বিশ্বের মানুষের সঙ্গে। কিন্তু প্রযুক্তির এই আশীর্বাদের আড়ালে রয়েছে এক বড় বিপদ—ব্যক্তিগত গোপনীয়তার সংকট। প্রশ্ন হলো, আমরা আসলে কতটা নিরাপদ?

ইন্টারনেটের যুগে তথ্যই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি, অনলাইন কেনাকাটা করি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করি, তখন আমাদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চলে যায়। এসব তথ্য ব্যবহার করে আমাদের পছন্দ-অপছন্দ, দৈনন্দিন অভ্যাস এমনকি রাজনৈতিক চিন্তাধারাও নির্ধারণ করা সম্ভব। অনেক সময় আমাদের অনুমতি ছাড়াই এসব তথ্য বিক্রি হয়ে যায় বিভিন্ন কোম্পানির কাছে, যারা পরে তা ব্যবহার করে বিজ্ঞাপন, মার্কেটিং বা আরও নানা উদ্দেশ্য।

আমরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এসব অ্যাপে যে তথ্য শেয়ার করছি, তা আসলে কতটা নিরাপদ? সাম্প্রতিক বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় দেখা গেছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা, অবস্থান তথ্য, এমনকি ফোন নম্বরও তৃতীয় পক্ষের কাছে চলে যাচ্ছে। এতে করে সাইবার অপরাধীরা সহজেই আমাদের তথ্য ব্যবহার করে প্রতারণা করতে পারে।

ডিজিটাল প্রতারণা, ব্যাংকিং জালিয়াতি, পরিচয় চুরি, হ্যাকিং—এসব শব্দ এখন আর অপরিচিত নয়। প্রায়ই শোনা যায়, কেউ একজন ফোনে কৌশলে ব্যাংকের তথ্য জেনে নিয়ে তার একাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, কিংবা কোনো অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি ফাঁস করা হয়েছে। এগুলো শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং সামাজিকভাবে একজন মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তার সংকট আরও বেড়েছে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আমাদের ব্রাউজিং তথ্য বিশ্লেষণ করে আমাদের আচরণ সম্পর্কে ধারণা নেয় এবং আমাদের ইচ্ছার বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও কনটেন্ট দেখায়। AI প্রযুক্তির এই দিকটি অনেকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কীভাবে গোপনীয়তা রক্ষা করা যায়?

আমরা নিজেরাই যদি কিছু বিষয়ে সচেতন হই, তাহলে আমাদের ডিজিটাল নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা সম্ভব। ডিজিটাল যুগ আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি গোপনীয়তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। তবে সচেতনতা ও সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা নিজেদের তথ্যকে নিরাপদ রাখতে পারি। প্রযুক্তিকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করা উচিত, তবে অসতর্কতার কারণে যেন সেটি আমাদের বিপদের কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেমন:-

  • সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর, পারিবারিক তথ্য ইত্যাদি অনলাইনে শেয়ার করার আগে ভেবে শেয়ার করা উচিত, এসব তথ্য অন্যের হাতে গেলে কী হতে পারে।
  • সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ডের পরিবর্তে জটিল ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার না করাই ভালো। দুই ধাপ বিশিষ্ট প্রমাণীকরণ (Two-Factor Authentication) চালু করলে নিরাপত্তা আরও বাড়বে।
  • অনেক সময় ফিশিং (Phishing) আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়। অচেনা ইমেইল, মেসেজ বা লিংকে ক্লিক করার আগে যাচাই করে নেওয়া ভালো।ব্যাংক বা অন্যান্য সংস্থার নামে প্রেরিত সন্দেহজনক ইমেইল থেকে সাবধান থাকা উচিত।
  • VPN ও নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা উচিত। উন্মুক্ত বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি বাড়ে। নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার এবং প্রয়োজনে VPN (Virtual Private Network) ব্যবহার করলে নিজের অবস্থান ও ব্রাউজিং তথ্য গোপন থাকবে।
  • অনেক সময় পুরোনো সফটওয়্যারে নিরাপত্তা দুর্বলতা থাকে, যা হ্যাকাররা কাজে লাগাতে পারে। তাই মোবাইল, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপ নিয়মিত আপডেট করুন।
  • প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়ানো খুবই জরুরি। নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদেরও ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সচেতন করুন। বিশেষ করে বাচ্চা বা প্রবীণ ব্যক্তিরা অনলাইনে প্রতারণার শিকার হতে পারেন, তাই তাদেরও সতর্ক করতে হবে।

ডিজিটাল যুগে গোপনীয়তা রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। প্রযুক্তির সুফল ভোগ করতে হলে আমাদের অবশ্যই নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সঠিক সচেতনতা ও সাবধানতার মাধ্যমে আমরা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারি এবং ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকতে পারি। মনে রাখতে হবে, আমাদের অনলাইন কার্যক্রম যত সচেতনভাবে পরিচালিত হবে, ততই আমরা সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারব।

লেখক : শিক্ষর্থী, গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আমার বার্তা/নিশাত অর্নি/সিআর/এমই

শিক্ষা-শিল্প ফাঁক কমাতে কাঠামোগত সংস্কার জরুরি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

হাদির ওপর হামলা, শান্তির পথে কাঁটা ছড়াচ্ছে কারা?

বহু প্রতীক্ষা ছিল। নতুন দিনের স্বপ্ন দেখছিল দেশ। নির্বাচন কমিশন ‘তফসিল’ ঘোষণা করল। নির্বাচনের ট্রেন

বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট

জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তবে, বাংলাদেশে ক্রমবর্ধমান

এনটিআরসিএ নামকরণের সার্থকতা যথেষ্ট যৌক্তিক

NTRCA এর পূর্নাঙ্গ রূপ N= Non, T= Trusted, R= Researches and, C= Corrupted,  A= Authority.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ওসমান হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

মালদ্বীপে মেডিকেল শিক্ষামেলা ‘এডুবেস্ট এক্সপো’ অনুষ্ঠিত

রিমান্ডে নেওয়ার সময় কারাফটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে হামলায় গ্রেপ্তার ৯

এখন রুখে দাঁড়াবার সময়, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর

নিবন্ধন সনদ পেলো প্রজাপতি প্রতীকের আমজনতার দল

প্রবাসী ভোটার নিবন্ধনে বড় সাড়া, ছাড়াল ৫ লাখ ৭৫ হাজার

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

বাগেরহাটে বিএনপির প্রার্থী সাবেক দুই আ.লীগ নেতা, ক্ষুব্ধ নেতাকর্মীরা

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করতে যাচ্ছে এনসিপি

রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১১ পদক জয় বাংলাদেশের

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করলো জাপান

‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন দেশ রূপান্তরের জ. ই  বুলবুল

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

আজ থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার

পশ্চিম তীরে নতুন ১৯ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল