ই-পেপার বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আসন্ন উপজেলা নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি

রতন বালো:
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯

  • ‘নমনীয়তা’ নাকি কঠোর পদক্ষেপ
  • স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ
  • দলীয় প্রতিক বরাদ্দ না করা

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদি দল- বিএনপি। তাতে দলের যে লাভ হয়নি সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দলের নীতিনির্ধারনী মহল। আবার দরজায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচন প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। ফলে এ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক এবং আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে না।

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি দলের অভ্যন্তরে বিদ্রোহ আঁচ করতে পেরে ধীরে চলার নীতি নিয়েছে। তারা নির্বাচনে যাবে না বয়কট করবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। নির্বাচন নিয়ে দলে বেশ কয়েকটি ধারা বিদ্যমান। একপক্ষ নির্বাচনে দলের নিরপেক্ষ অবস্থানের পাশাপাশি দলের কেউ স্বতঃর্স্ফূতভাবে অংশ নিলে তার প্রতি নমনীয়তার কথা ভাবছে। তবে এক্ষেত্রে দলীয় প্রতিক ব্যবহার না করার পরামর্শ রয়েছে। অন্য পক্ষ কোনভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজী নয়। হোক সেটি স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন।

তাদের কথা স্পষ্ট তত্বাবধায়ক সরকার দাবি আদায় না হওয়া পর্যন্ত বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন নয়? তাদের যুক্তি বর্তমান সরকার যেভাবে নির্বাচন কমিশন সাজিয়েছে সেখান থেকে জয় তুলে আনা সম্ভব নয়। প্রকাশ্যে ভোট কারচুপি না ঘটলেও পর্দার অন্তরালে সে গুটি ঠিকই চালানো হবে। জয়-পরাজয় সরকারের ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করবে। হয়তো দু একটি আসন তারা নিজের ইচ্ছেতেই ছেড়ে দেবে। তবে সেটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। এই ছাড় দেওয়া মূলত দেশবাসী এবং বিশ^বাসীর কাছে দলীয় সরকারের অধীনে নির্বাচন একই সঙ্গে তাদের লক্ষ্য জায়েজ করার বার্তা।

আসল বিষয় হচ্ছে ভাগ মানির কিন্তু তালগাছটি আমার। নির্বাচন নিরেপক্ষ সুষ্ঠু একই সঙ্গে জনমতের প্রতিফলন বুঝাতে সরকার এই কূটকৌশল নেবে। তাই এই ধারার অভিমত কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর হতে হবে। অর্থাৎ তাকে দল থেকে বহিস্কার করার মত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই ধারাটি লন্ডনে বসবাসকারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অনুসারী। তবে দলে যে ধারায় বিরাজ করুক না কেন আসন্ন উপজেলা নির্বাচন থেকে কর্মীদের সরিয়ে রাখা অনেকটাই কষ্টসাধ্য বলে মনে করছেন দলের অপর একটি অংশ। তারা চান, নির্বাচনে অংশ নিয়ে আন্দোলনকে আরও বেগবান করতে। তাদের বিশ^াস ‘ ফেইলোর ইজ দ্য পিলার অব সাকসেস।’

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে বিএনপির অভ্যন্তরীন অবস্থা অনেকটাই টালমাটাল। যদিও দল ধীরে চলার নীতি গ্রহণ করতে ইচ্ছুক। তারা নির্বাচনী তফশিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চায়। এবিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করতে চায়।

তাইতো দলটির হাইকমান্ড বলছে, আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করুক, তারপর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ নিয়ে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

এদিকে উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলটির তৃণমূলের বেশ কিছু নেতা। অনেকে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন। সে বিবেচনায় ‘কৌশলী’ হতে পারে দলটি। সে ক্ষেত্রে দলীয় প্রতিকে না যাওয়ার ঘোষণা দিতে পারে। অন্যদিকে স্বতন্ত্রভাবে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে ‘নমনীয়তা’ দেখাতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। কিন্তু এখানেও রয়েছে মতের ভিন্নতা। সব মিলিয়ে দলটির নেতারা বলছেন, বিএনপি শুধু নির্বাচনমুখী দলই নয়, এ দলের ভিত্তিই হলো জনগণ ও সুষ্ঠু ভোট। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পরপরই উপজেলা পরিষদের নির্বাচন দলকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

বিএনপি ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিলে বিরোধীদের কাছ থেকে সরকারের বৈধতা পাওয়ার বিষয়টি সামনে আসবে-বিষয়টিও তাদের চিন্তায় রয়েছে। যার ফল হতে পারে সূদুর প্রসারী,আন্দোলেন পিঠে ছুরি মারার মতো। নির্বাচনে অংশ গ্রহণ মানেই নতুন বার্তা দেবে। দলটি বর্তমান সরকারকে মেনে নিয়েছে এমনটি ভাবার অবকাশ রয়েছে। যার সুযোগ নেবে সরকার। আর নির্বাচনে অংশ না নিলে মাঠপর্যায়ে নেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এমন প্রেক্ষাপটে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে বিএনপির জন্য শাখের করাত হয়ে সামনে দাঁড়িয়েছে। নীতিনির্ধারণী নেতারা আরও সময় নিতে চাচ্ছেন।

এদিকে চলতি বছরের মে মাসে চার ধাপে ৪ শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে বিএনপির একাধিক নীতিনির্ধারণী পর্যায়ের নেতা জানিয়েছেন, তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্নে রাজনৈতিক ও সাংগঠনিক লাভ-ক্ষতি নিয়ে ভাবছেন। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে সরকার এর থেকে কী ধরনের রাজনৈতিক সুবিধা পাবে। আর নির্বাচন না করলে বিএনপির রাজনৈতিকভাবে কী ধরনের ক্ষতি হতে পারে সেটিও তারা বিবেচনায় রাখছে। তাই তারা কঠিন হবে না নমনীয় হবে বিষয়টি এখন নীতি নির্ধারক মহলের মাথায় ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনেচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, এ নিয়ে শীর্ষ ফোরামে আলোচনা হয়েছিলো বলেই হয়তো এই আলোচনা উঠেছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত না নেয়ার কথা জানান বিএনপির ঐ নেতা।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এটা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমরা এ বিষয়টি নিয়ে পরে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবো’। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও এই নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত। কেননা, এর মাধ্যমে তারা তৃণমূলে জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ পাবে।

স্থানীয় সরকার বিশ্লেষক ড. তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন থেকে দূরে থেকে কোনো রাজনৈতিক ফায়দা কেউ পাবে না। বিএনপিকে নির্বাচনে আনতে দলীয় প্রতীকে ভোট না করার ইচ্ছা আওয়ামী লীগের এক ধরনের ফাঁদ হতে পারে। তবুও আমি মনে করি বিএনপি টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নিতে পারে।

আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই)

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে নেতকর্মীদের সতর্ক

বড় দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি: তারেক রহমান

দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি বলে দাবি করেছেন

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর টেংরাখালীতে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

কারাগার থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ঝিনাইদহে জমে উঠেছে ড্রাগন ফলের জমজমাট ব্যবসা

ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে ধর্ষণ, পরে বার্তা ‘আবার আসবো’

গ্যাসের জন্য হাহাকার ঘরে-বাইরে সবখানে

শিশুদের কোরআন শিখতে উৎসাহিত করবেন যেভাবে

ডায়াবেটিসের যে ৫ লক্ষণ উপেক্ষা করবেন না

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ১

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বিএসএফের পুশইন

রেমিট্যান্সের পর রিজার্ভেও রয়েছে সুখবর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মাইক্রোসফটের ৯ হাজার কর্মীর জন্য দুঃসংবাদ বয়ে আনল এআই

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ ঘুষ-দুর্নীতিতে সম্পদের পাহাড়

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র, অতঃপর..

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিল

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন

নেইমার স্বাক্ষরিত বল চুরি, একজনকে ১৭ বছরের কারাদণ্ড

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত