ই-পেপার সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩২

বিএনপির বর্ধিত সভায় আসছে তারেক রহমানের নানামুখী নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকের সাত বছর পর আবারও বর্ধিত সভা ডাকা হয়েছে। এই সভায় সারা দেশ থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।

আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্তত চার হাজার জনের উপস্থিতি হতে পারে বলে ধারণা করছে দলীয় সূত্রগুলো।

দলের দায়িত্বশীলেরা জানিয়েছেন, আগামী বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা, উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফরম কিনেছেন, এমন ব্যক্তিরাও আমন্ত্রিত হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।’

নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী নির্বাচন, সম্ভাব্য দেশের পরিস্থিতি, করণীয়, কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে আগ্রহী বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনি বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেবেন তারেক রহমান।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে উত্তীর্ণ দেশ। এ কারণে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান শীর্ষ নেতৃত্ব।’

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও বিভিন্ন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, বর্ধিত সভায় তারেক রহমান বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেবেন। এরমধ্যে উল্লেখযোগ্য— আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরীণ ঐক্য জোরদার, দলের বিরুদ্ধে নানামুখী তৎপরতার বিষয়ে সতর্ক করা, বিগত দিনের আন্দোলনে নিহত, আহত ও ত্যাগী দলীয় নেতাকর্মীদের এবং তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য মনে করেন, আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেবেন তারেক রহমান। নির্বাচনে প্রার্থিতা, ঐক্য বজায় রাখা, কোন্দল ঠেকানো, নির্বাচনি কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত হলে পরবর্তী সময়ে মূল্যায়ন করার বিষয়টিও তিনি উল্লেখ করতে পারেন।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্ধিত সভায় কী কী আলোচনা হবে বা নির্দেশনা আসবে— এগুলো স্থায়ী কমিটিতে আলোচনার পর বলতে পারবো। আগে আলোচনা হোক, তারপর কথা বলবো।’

প্রভাবশালী একজন দায়িত্বশীলের ভাষ্য— অনেক দূর থেকে দল পরিচালনা করার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাতে পারেন। বিগত সরকারের পতনের পর থেকে যেসব নেতাকর্মী বহিষ্কার হয়েছেন, তাদের প্রতিও বার্তা দেবেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি প্রত্যাশামূলক বক্তব্য দেবেন বলে মনে করেন এই দায়িত্বশীল।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভায় অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ওই সভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এবার সেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে না বিএনপিকে।

আমার বার্তা/এমই

জনগণের রায়ে গঠিত সংসদই সংস্কারকে বাস্তবে রূপ দিতে সক্ষম

জনগণের রায়ের মাধ্যমে যে সংসদ আসবে, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম

ফের চীন সফরে যাচ্ছে বিএনপির ২৩ সদস্যের প্রতিনিধিদল

মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আরও একবার দেশটিতে সফর করতে যাচ্ছে

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিভ পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিসি পরিবহন ও চালক নির্বাচনে আওয়ামী নেতারাই নির্বাচিত

জনগণের রায়ে গঠিত সংসদই সংস্কারকে বাস্তবে রূপ দিতে সক্ষম

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

সম্মেলনের আগেই কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচিত

টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্স কাঠামো সংস্কারে কর্মশালা

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা

বিএনপির বর্ধিত সভায় আসছে তারেক রহমানের নানামুখী নির্দেশনা

ফেব্রুয়ারির ২২ দিনে এলো ২৩ হাজার ৭৩৮ কো‌টি টাকার রেমিট্যান্স

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা

ক্যাপিটাল ক্লাবের নির্বাচন : ফের সভাপতি আবুল হোসেন

যেসব মাছ খেলে ওজন কমবে

পীরগঞ্জে পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা

বাসে লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও সাবেক এমপি শাহে আলমের নামে ২ মামলা

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার

রাস্তার কাজ কাজ শেষ না হওয়ায়;দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সংবাদপত্র রক্ষায় শুল্ক ও করনীতি সংস্কারের দাবি নোয়াবের

ট্রাম্পের ইঙ্গিত করা সংস্থার সঙ্গে আমার সম্পর্ক নেই: আইনুল ইসলাম

কেশবপুরে ইয়াবা’সহ গ্রেফতার ১